X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছবি দেখবেন কুমার বিশ্বজিৎ সঙ্গে ২৫০ জন!

সুধাময় সরকার
২১ মে ২০১৬, ০০:০১আপডেট : ২১ মে ২০১৬, ০০:০১

কুমার বিশ্বজিৎ। ছবি: বোরহান আহমেদ বৃহান। ৪ জুন মোট ২৫০ জন দর্শকের সঙ্গে সিনেমা হলে বসে পুরো একটা ছবি দেখবেন কুমার বিশ্বজিৎ! একটু খটকা লাগারই কথা। কারণ, কিংবদন্তি এই সংগীতশিল্পীর বেলায় এমনটা ঘটার কথা নয়। যেমনটা মাঝে-মধ্যে ঘটে নায়ক-নায়িকাদের বেলায়।
কিন্তু কোন ছবি! কার ছবি দেখবেন তিনি? উত্তরে কুমার বিশ্বজিৎ খানিক ভুরু কুঁচকে সমান বিস্ময় নিয়েই বললেন, ‘‘কার আবার! আমারই ছবি। নাম ‘সারাংশে তুমি’।’’
বাংলাদেশের কোনও শিল্পী ও তার গান নিয়ে তৈরি এটাই প্রথম কোনও মিউজিক্যাল ফিল্ম। আর সেই ছবিটাই ৪ জুন সন্ধ্যায় বসুন্ধরা মার্কেটের স্টার সিনেপ্লেক্সে বসে উপভোগ করবেন তিনি। যেখানে তার সঙ্গে বসে ছবিটি দেখার সুযোগ পাবেন ২৫০ জন ভাগ্যবান।
বাংলা ঢোল প্রযোজিত ‘সারাংশে তুমি’র গান বেশ কয়েকদিন বাংলালিংকের গ্রাহকরা ডাউনলোড করতে পারছেন। পারবেন সামনেও। তবে কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন ১ জুন পর্যন্ত  যারা সবচেয়ে বেশি ডাউনলোড করে গানগুলো দেখেছেন তাদের মধ্যে বাছাইকৃত ২৫০ জন দর্শক-শ্রোতা এই সুযোগ পাচ্ছেন।
এরই মধ্যে এই মিউজিক্যাল ফিল্মটি সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘এই ফিল্মের মাধ্যমে সংগীতাঙ্গনে নতুন এক দৃষ্টান্ত সৃষ্টি হলো। আমি মনে করি আমাদের সিনিয়র শিল্পীদের এমন আরও বেশ কিছু কাজ করে যাওয়া উচিত। পথ দেখানো উচিত নতুনদের। বিশ্ব মিউজিক এগিয়ে যাচ্ছে, আমরা তো বসে থাকা ঠিক হবে না।’
কুমার বিশ্বজিৎ তার ‘সারাংশে তুমি’ নিয়ে এখানেই থামতে প্রস্তুত নন। তার ভাষায়, ‘আমরা এই মিউজিক্যাল ফিল্ম নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আওতাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন করারও পরিকল্পনা করছি।’
‘সারাংশে তুমি’র সংলাপ রচনা করে এটি বিন্যাস করেছেন মাজহারুল আনোয়ার। নির্মাণ করেছেন মো. আশিকুর রহমান। এতে গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল, জুলফিকার রাসেল, হেনা ইসলাম,  ইব্রাহীম ফাতমী ও পাঞ্চু ভট্টাচার্য্য। সুর, সংগীতায়োজন এবং কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ নিজেই। দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যান্‌সি ও শুভমিতা।
৪ জুন ইউটিউবসহ বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবে ‘সারাংশে তুমি’ দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’