X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঐশ্বরিয়ার ঠোঁট বিতর্কে সোনম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মে ২০১৬, ১৪:৫৩আপডেট : ২৬ মে ২০১৬, ১৪:৫৬

ঐশ্বরিয়ার ঠোঁট বিতর্কে সোনম!কয়েকটি বিজ্ঞাপনে ঐশ্বরিয়া রাই বচ্চনকে হটিয়ে নিজের দখলে নিয়েছেন সোনম কাপুর আগেই। কান উৎসবে ঐশ্বরিয়ার বেগুনি ঠোঁট চলমান বিতর্কে এবার নিজেকে জড়ালেন সোনম। সোজা কথায় বলে দিলেন, আলোচনায় থাকার জন্যই ঠোঁট বেগুনি করেছিলেন অ্যাশ।
অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর বলেন, ‘ফ্যাশন ও মেকআপের পুরো বিষয়টিই হচ্ছে লোকজনকে আকর্ষণ করা। যেনও মানুষ এটা নিয়ে কথা বলেন। আমি মনে করি, তিনিও (ঐশ্বরিয়া) চেয়েছিলেন এটা (বেগুনি ঠোঁট) নিয়ে আলোচনা হোক। বেগুনি ঠোঁট দিয়ে তিনি যা চেয়েছিলেন, তা পেয়েছেন। এটা নিঃসন্দেহে চমৎকার।'
ঐশ্বরিয়া আলোচনায় থাকতে পারায় সোনমের কিন্তু আক্ষেপও আছে। ‘নিরজা’ অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কখনও এমন কিছু করবেন কিনা? জবাবে আক্ষেপ করে সোনম বলেন, ‘এর আগে ঠোঁট বেগুনি করেছিলাম। এমনকি বিজ্ঞাপনের প্রয়োজনে কালো লিপস্টিকও ব্যবহার করেছিলাম। কিন্তু কেউ তখন এসব নিয়ে আলোচনা করেনি!’
৬৯তম কান চলচ্চিত্র উৎসবে লেবানিজ-আমেরিকান ডিজাইনার রামি কাদিরের নকশা করা গাউন পরে লাল গালিচা মাড়ান ঐশ্বরিয়া। তার ঠোঁটে ছিল বেমানান বেগুনি লিপস্টিক। তা নিয়ে যত বিতর্ক। অ্যাশ মূলত একটি প্রসাধনী প্রতিষ্ঠানের দূত হিসেবে ওই উৎসবে অংশ নেন। এই নিয়ে টানা ১৫ বছর কানে লাল গালিচায় হাঁটলেন অ্যাশ। বলা হচ্ছে, প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়েল তাকে এভাবে সাজিয়েছে। সোনম তা মনে করেন না। বরং আলোচনায় আসাটাই ছিল মূখ্য।একই প্রতিষ্ঠানের হয়ে সোনমও লাল গালিচায় হাঁটেন।
অ্যাশকে নিয়ে তীর্যক মন্তব্য সোনমের অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও তাকে ‘আন্টি’ সম্বোধন করে বিতর্কিত হয়েছিলেন সোনম। তার যুক্তি ছিল, বাবা অনিল কাপুরের বিপরীতে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অ্যাশ। তাই তাকে ‘আন্টি’ বলা যেতেই পারে!
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল