X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আতিফ-আকৃতির সঙ্গে কিছুক্ষণ

ওয়ালিউল মুক্তা
২৯ মে ২০১৬, ১৫:২৭আপডেট : ২৯ মে ২০১৬, ১৯:০৯

আতিফ-আকৃতির সঙ্গে কিছুক্ষণ। পাঞ্জাবি মেয়ে, বেশভূষায় ‘বাংলা’ একটা ধাঁচ আছে। ঠোঁটের কোণে কদাচিৎ যে হাসি পাওয়া যায়- তাতেও বাঙালি আভা।
সুহাসিনীর নাম আকৃতি কাক্কার। বলিউড গায়িকা। হোটেল ওয়েস্টিনের নিচের ফ্লোরে বসে মায়ের সঙ্গে কথা বলছিলেন।
সেখানেই আলাপ বাংলা ট্রিবিউনের সঙ্গে।
তবে তারও আগে বলে নেওয়া দরকার আতিফ আসলামের কথা।
পাকিস্তানি এ গায়ক, ভারতের আকৃতি কাক্কার ও মমতা শর্মা ঢাকায় এসেছেন। তাদের আগমনের কারণ ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টে অংশ নেওয়া। স্বাভাবিকভাবে এ আয়োজনের মধ্যমণি পাকিস্তানি এ অভিনেতা-গায়ক। আয়োজনকে ঘিরে সংবাদ সম্মেলন ছিল রবিবার সকাল ১১টায়। ঠিক এ সময় সম্মেলন কক্ষে পৌঁছে কিছুটা চমকে উঠতে হলো। কারণ মঞ্চে একাই বসে আছেন আতিফ! সঙ্গে আয়োজক এটিএন এন্টারনেইনমেন্টর এক কর্মকর্তা।
প্রায় ফাঁকা রুমে আয়জনের মধ্যমণির এভাবে বসে থাকাটা ইদানীং বেমানান।
এটাকে মানিয়ে নিতে আসলাম নিজেই কথা বলা শুরু করলেন। ‘আরেহ ইয়ার, একটু পরেই তো সংবাদ সম্মেলন শুরু হবে। আগে এলাম। অন্য একটা কারণও আছে।’
আতিফের সঙ্গে কিছুক্ষণ। দূর থেকে ‘কেন’ শব্দটি বলতেই তিনি বললেন, ‘প্রায় সারারাতই জেগে আছি। ভোর চারটায় ঢাকায় নেমেছি। সেখানে একটু ঝামেলা হওয়াতে আরও দুই ঘণ্টা লেগেছে। আর সকালে ঘুমিয়ে লাভ কী? তাই চলে এলাম একটু আগেই। এখানে কথা সেরেই লম্বা বিশ্রাম নেব।’
আতিফের কথা শুনতে শুনতে সংবাদ সম্মেলনে অন্য সাংবাদিকরা আসা শুরু করলেন।
তার কিছুক্ষণ পরই এলেন গায়িকা আকৃতি কাক্কার। আর সকালে বিমান থেকে নেমে ঢাকার রাস্তায় তখনও মমতা। জ্যামের কারণে এসে পৌঁছাতে পারেননি।
এদিকে সম্মেলনে একটা তথ্যের অর্ধেক কথা বলেছেন আকৃতি। তাই নিচে হোটেল লবিতে যখন ফের দেখা মিলল তখন বাকি উত্তর পাওয়ার চেষ্টা।
‘আচ্ছা, আপনি তো সংবাদ সম্মেলনে বললেন, একটি বাংলাদেশি ছবিতে গেয়েছেন। কিন্তু সম্প্রতি আরও একটি গান আপনি গেয়েছেন, সেটার কথা কিছু বললেন না।’
প্রশ্নটা শুনে কিছুক্ষণ থেমে থাকলেন কাক্কার। খানিকবাদে বিষয়টি তিনি নিজেও যেন বুঝে উঠলেন। ‘হ্যাঁ, একটা গানের রেকর্ডিং হয়েছে। কিন্তু সেটা তো এখনও প্রকাশ পায়নি। ডিজে আকস তৈরি করেছেন। বেশ ভালো গানটি।’
তাকে মনে করিয়ে দেওয়া হলো- গানটির শিরোনাম ‘সুখের মিছিলে’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ডিজে আকস। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।
কাক্কার পাঞ্জাবি মেয়ে হলেও জন্ম এবং বেড়ে ওঠা দিল্লিতে। ২০০৪ সালে ‘দাস’ ছবির মাধ্যমে বলিউডে পদচারণা। এরপর বলিউডের ৫০টির কাছাকাছি ছবিতে গেয়েছেন।  
এদিকে আতিফ আসলামের এটা দ্বিতীয়বারের মতো ঢাকা সফর।
তবে আগের সফর বাদ দিয়েও বাংলাদেশ সম্পর্কে অন্য একটা মজার ঘটনা বললেন।
আকৃতির সঙ্গে কিছুক্ষণ। ‘আমি একবার দুবাইতে ছিলাম। এক ট্যাক্সি চালক আমাকে বললেন, আপনি আতিফ আসলাম না? আমি মাথা ঝোঁকাতেই তিনি হেসে তার গাড়িতে উঠতে বললেন। এবং সেদিন আমাকে বললেন, যদি কখনও বাংলাদেশে যাওয়া হয়, তবে সেখানের খাবার চেখে দেখতে। আমি এর আগেও একবার বাংলাদেশে এসেছি, কিন্তু খাবারের স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। অসাধারণ খাবার এখানে পাওয়া যায়। বাংলাদেশ আমার জন্য ভালোলাগার একটি জায়গা।’
বাংলাদেশকে ভালোলাগার আর কোনও কারণ আছে?
‘একটা মজার তথ্য দিই। আমার ফেসবুকে সবচেয়ে বেশি ফ্যান হলো বাংলাদেশি। সত্যিই তাই। এদেশের অনেক মানুষ আমার গান পছন্দ করেন- এটা টের পাওয়া যায়। আর কনসার্টে তাদের যে হর্ষধ্বনি, তা ভোলার নয়। এ কারণে বাংলাদেশকে আলাদাভাবে মনে রাখি। আর এখানের আতিথেয়তা অসাধারণ।’
আতিফের পরিবারে কখনও সংগীতচর্চা ছিল না। এছাড়া আতিফ কখনও সংগীতে তালিমও নেননি।
সংবাদ সম্মেলনে জানালেন, এটা প্রাকৃতিকভাবে হয়েছে। অনেকটা নিজের ইচ্ছের কারণে। নিজেই যেন ছিলেন নিজের অনুপ্রেরণা।
রবিবার (আজ) সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে এ তিন শিল্পীর কনসার্টটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। কনসার্টের আয়োজন করেছে এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড। আয়োজকরা জানান, কনসার্ট থেকে টিকিট বিক্রির একটি অংশ দুস্থ শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
আতিফ-আকৃতির সঙ্গে কিছুক্ষণ। /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)