X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কলকাতার একজন ভক্ত এবং শুভ

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১২:১৩আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:৩৮

কলকাতার পথে আরিফিন শুভ। কলকাতার সকাল। ফুটপাতে একা একা হেঁটে যাচ্ছেন আরিফিন শুভ।
পাশাপাশি কলকাতার এক বাসিন্দা। রাস্তার দেওয়ালজুড়ে শুভর নতুন ছবি ‘নিয়তি’র পোস্টার। কলকাতার সে বাসিন্দা প্রথমে ঠিক বুঝতে না পারলেও একটু পরে ঠিকই ঠাওর করতে পারলেন, পাশেরন জন সাধারণ কেউ নন। চলচ্চিত্রের নায়ক। বার কয়েক তাকিয়েও বিষয়টি নিশ্চিত হয়ে নিলেন। এরপর আবদার সেলফি তোলার। সঙ্গে দু’চার কথা।’
এভাবেই কলকাতার ফুটপাতে এক স্থানীয় দর্শককে চমকে দিলেন নায়ক শুভ।
আরিফিন শুভ ও জলি অভিনীত যৌথ প্রজোযনার ছবি ‘নিয়তি’ কলকাতায় মুক্তি পাচ্ছে আগামী মাসে। ১০ জুন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এটি মুুক্তি পাবে বলে জানালেন শুভ। ছবির প্রচারণায় তিনি এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানে নিজের পোস্টার আর ভক্তদের সেলফি উন্মাদনা দেখেও বেশ খুশি এ নায়ক।
শুভ বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত পাশাপাশি অবাক হয়েছি আমাদের দেশের সিনেমার এত বেশি প্রচার ও পোস্টার সারা কলকাতা শহরে দেখতে পেয়ে। কলকাতার বাঙালিরা বাংলাদেশের সিনেমা দেখতে পাবেন আগামী ১০ জুন থেকে।’
কলকাতার পথে আরিফিন শুভ। নিজের পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন এ অভিনেতা। ফেসবুকে প্রকাশ করা একটি ভিডিওতে কলকাতার দর্শকের সঙ্গে সেলফি ও খুনসুটি করতে দেখা গেছে তাকে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘নিয়তি’। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। যৌথ প্রযোজনায় করা এটাই আরিফিন শুভ প্রথম ছবি। ছবিটি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে শিগগিরই।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ