X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাড়ছে শিল্প-সংস্কৃতি বাজেট

ওয়ালিউল মুক্তা
০২ জুন ২০১৬, ১৯:২৬আপডেট : ০৩ জুন ২০১৬, ১৪:১০

গত অর্থবছরের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতির থালা একটু হৃদপুষ্টই বলা যায়। কারণ গতবারের ৩৬৫ কোটি থেকে এবার সেটি দাঁড়িয়েছে ৪২১ কোটিতে। চলতি অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মোট বাজেট ৪২১৩৮০০০০০ টাকা। এতে অনুন্নয়ন খাতে ২৪১৩৮০০০০০ এবং উন্নয়ন খাতে ১৮০০০০০০০০ টাকা ধরা হয়েছে।

সুদৃষ্টি আছে তথ্য মন্ত্রণালয়ের অধীভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের দিকেও। এই মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত মোট বাজেট ৮৩৮৬১০০০০০ টাকা। এরমধ্যে অনুন্নয়নে ৬৬৫৩১০০০০০ এবং উন্নয়ন খাতে ১৭৩৩০০০০০০ টাকা রাখা হয়েছে।

বাড়ছে শিল্প-সংস্কৃতি বাজেট। জাতীয় সংসদে আজ (বৃহস্পতিবার) বাজেট উপস্থাপনের সময় সংস্কৃতি বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিই হলো এ জাতির অসাম্প্রদায়িকতা, ইহজাগতিকতা ও নান্দনিকতার ভিত্তিপ্রস্তর। এ সাংস্কৃতি চেতনাই জাতির ঐতিহ্য সংরক্ষণ, সাহিত্য বিকাশ ও সুকুমারবৃত্তির বহিঃপ্রকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী বাংলাদেশকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছি। পাশাপাশি বাংলাদেশ বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তার মতে সেভাবেই সাজানো হয়েছে শিল্প-সংস্কৃতির এবারের বাজেটটি।

এতে তথ্য মন্ত্রণায়ের অধিভুক্ত চলচ্চিত্র শিল্পকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বলা হয়েছে সিনেমাটোগ্রাফি চলচ্চিত্র প্রদর্শনের অনুমোদন প্রদান, সংবাদচিত্র, প্রামাণ্যচিত্র, ছায়াছবি নির্মাণ, মূদ্রণ ও সংরক্ষণ, চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি রোধে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে সহায়তাকরণ, প্রদর্শন, নিশ্চিতকরণ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান।

২০১৬-১৭ অর্থবছরে যে কার্যাবলি, প্রকল্প, কর্মসূচি, সম্পাদন ও বাস্তাবায়ন করা হবে তা হলো (চলচ্চিত্র সংশ্লিষ্ট বিষয়):

ক. বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিউটের কার্যক্রমে গতিবৃদ্ধি করা।

খ. বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডকর্তৃক ডিজিটাল পদ্ধতিতে নির্মিত চলচ্চিত্র সমূহ, সেন্সরে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ, ডিজিটাল সিনেমা, প্রজেক্টর (ডিসিপি)স্থাপন প্রকল্প।

গ. বিএফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্প।

ঘ. বাংলাদেল চলচ্চিত্র আর্কাইভ ভবন (সংশোধিত) প্রকল্প।

ঙ. বাংলাদেশ ফিল্ম সিটি (পর্যায়-১) প্রকল্প।

চ. উন্নয়ন প্রচার বাস্তবায়নে জেল তথ্য অফিসসমূহের আধুনিকায়ন ও জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প করা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মূল কার্যাবলি:

ক. সংস্কৃতি বিষয়ক নীতিমালা প্রণয়ন ও বাস্তাবায়ন

খ. সাংস্কৃতিক ঐতিহ্য নৃতত্ত্ব, মুক্তিযুদ্ধ ও সমকালীন শিল্প সংস্কৃতি ইত্যাদির  নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, গবেষণা, প্রকাশনা ও উন্নয়ন।

গ. দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ চিহ্নিতকরণ, খনন, সংস্কার, সংরক্ষণ ও প্রদর্শন।

ঘ. দেশজ সংস্কৃতি যথা: নাটক, সংগীত, চিত্রকলা ইত্যাদির সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ।

ঙ. সৃজনশীল সৃষ্টিককর্মের কপিরাইট সংরক্ষণ।

চ. মানব সম্পদের উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পাঠাগার প্রতিষ্ঠা, সম্প্রসারণ ও উন্নয়ন।

ছ. ভাষা, শিল্প, সাহিত্য ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রকাশনা।

জ. জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, যেমন- অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, একুশে পদক প্রদান, রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন ও পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন ইত্যাদি

ঝ. বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি সম্পাদন এবং চুক্তির আওতায় কর্মসূচি বিনিময় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ।

২০১৬-১৭ অর্থ বছরে যে সকল কার্যাবলি, প্রকল্পসমূহ, কর্মসূচি সম্পাদন ও বাস্তবায়ন করা হবে:

ক. একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং একুশে পদক প্রদান।

খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন।

গ. মাইকেল মধুসুদন দত্ত, মরমী কবি লালন শাহ এবং পল্লী কবি জসীমউদদীনসহ অন্যান্য গুণীজনের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন।

ঘ. পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন।

ঙ. সার্কভুক্ত দেশ ও অন্যান্য দেশসমূহে সাংস্কৃতিক দল প্রেরণ ও বিদেশি সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানানো।

চ. বাংলাদেশ মক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া প্রকাশ।

ছ. বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত উল্লেখযোগ্য কার্যক্রম ও সাহিত্য বাংলা অভিধান ও বিভিন্ন গবেষণা প্রকাশনা।

জ. বর্ধমান হাউজে লোক-ঐতিহ্য জাদুঘর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প।

ঝ. বাংলা একাডেমির প্রেস আধুনিকায়ন।

ঞ. ঢাকা ও খুলনা বিভাগের বিভিন্ন পুরাকীর্তিসমূহের সংস্কার ও সংরক্ষণ ও উন্নয়ন এবং রাজশাহী পুঠিয়া গ্রুপ অব মনুমেন্টস সংস্কার ও উন্নয়ন।

ট. কুমিল্লা জেলার ময়নামতিস্থ শালবন বিহার ও সংলগ্ন পুরাকীর্তিসমূহের সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন।

ঠ. দক্ষিণ এশিয়া ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্প বাস্তবায়ন 

ড. ১৫টি জেলাসমূহের শিল্পকলা একাডেমি মেরামত ও সংস্কার।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!