X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

অভিষেকের প্রতি অমিতাভের উপদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জুন ২০১৬, ১১:৩০আপডেট : ০৩ জুন ২০১৬, ১৪:১৩

অমিতাভ ও অভিষেক।বলিউডের সবচেয়ে বড় তারকা অমিতাভ বচ্চন মনে করেন, সমালোচনা কখনও ক্ষতির কারণ হয় না। বরং সমালোচনা থেকেই আসে নিজেকে সমৃদ্ধ ও পরিণত করার প্রেরণা।
‘নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো’- কবির এই বাক্যই যেন অনুসরণ করেন বিগ বি। তিনি বলেন, ‘আমি সমালোচনা মনযোগ দিয়ে পড়ি। নিজের কাজ সম্পর্কে অন্য একটি দৃষ্টিভঙ্গি পেয়ে যাওয়াটা অত্যন্ত চমৎকার।’
তিনি আরও বলেন, ‘সবসময় প্রশংসা পেতে থাকলে একজন শিল্পী আত্মতৃপ্তিতে ভুগতে পারেন। তাতে তার কাজের ক্ষতি হতে পারে। কেউই পারফেক্ট নয়।’
তিনি জানান, পুত্র অভিষেককেও এই কথাগুলোই সবসময় বলেন তিনি।
‘আমি অভিষেককে বলি, যদি তোমার কোনও ফিল্ম কাজ না করে, প্রশংসা না পায়, তাহলে তুমি সমালোচনাগুলো দেয়ালে টানিয়ে রাখবে। প্রতিদিন সকালে উঠে নিজের কাছেই কঠোর পরিশ্রম করার অঙ্গীকার করবে এবং নিজেকে প্রমাণ করবে।’
সূত্র এনডিটিভি
/ইউআর/এমএম/  

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!
কান উৎসব ২০২৪এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!