X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘জালালের গল্প’ সুবাদে ‘চিরকুট’

বিনোদন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ১৫:০০আপডেট : ০৭ জুন ২০১৬, ১৫:০৮

মজা করছেন ‘চিরকুট’ ব্যান্ডের সদস্যরা।আবু শাহেদ ইমনের আলোচিত চলচ্চিত্র ‘জালালের গল্প’। দেশ-বিদেশে দারুণ প্রশংসিত হয়েছে। হচ্ছে এখনও। নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে পরিচালক দেশ ঘরে তুলছেন নানা পুরস্কার। তবে এই ছবির সুবাদে এবারই প্রথম আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কার অর্জন করলো ব্যান্ড চিরকুট।

সোমবার (৬ জুন) রাতে শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সার্ক ফিল্ম ফেস্টিভ্যালের সমাপণী অনুষ্ঠানে ‘জালালের গল্প’ ছবির আবহ সংগীতের জন্য সম্মানসূচক ‘বেস্ট অরিজিনাল স্কোর’ অ্যাওয়ার্ড জিতেছে ব্যান্ডটি। এছাড়া ছবিটির শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পেয়েছেন বরকত হোসেন পলাশ। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক আবু শাহেদ ইমন।

উৎসব পরিচালনা কর্তৃপক্ষের পাঠানো ই-মেইলে পুরস্কারের খবরটি জানতে পারেন তিনি। ইমন বলেন, ‘কলম্বোতে ১ থেকে ৬ জুন পর্যন্ত এই উৎসব চলেছে। তবে ছবি পাঠালেও আমি উৎসবে যেতে পারিনি। চীনে একটু ব্যস্ত আছি এখনও। গত রাতে কলম্বোতে পুরস্কার ঘোষণার খানিক পরে আমি সার্ক এর পক্ষ থেকে একটা মেইল বার্তা পাই। তখনই পুরস্কারের বিষয়টি নিশ্চিত হই। আমি খুবই আনন্দিত এই উৎসব থেকে আমার ছবি দুটি পুরস্কার পাওয়ায়।’  

‘জালালের গল্প’তে মোশাররফ করিম ও মৌসুমী হামিদএদিকে চিরকুট ব্যান্ডের সদস্যরা বলেন, ‘যেখানে একটি ছবির সংগীত করতে দু’সপ্তাহের মতো সময় নিই আমরা। সেখানে এই (জালালের গল্প) ফিল্মের কাজ করতে আমরা হাতে পেয়েছিলাম মাত্র চার দিন! তবে চেষ্টার কোনও ত্রুটি ছিল না, সত্যিই। চিরকুটের প্রথম এই আন্তর্জাতিক পুরস্কারটি আমরা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমাদের পরিবার এবং ফ্যানদেরকে উৎসর্গ করলাম এই প্রাপ্তি।’

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি