X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কলকাতা হয়ে বঙ্গ সম্মেলনে জয়া

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০১৬, ১৯:৫৯আপডেট : ১৭ জুন ২০১৬, ২০:০৪

জয়া আহসান। ছবি: সাজ্জাদ হোসেন।বঙ্গ সম্মেলনে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এ আমন্ত্রণ পেয়েছেন তিনি। আগামী ২ ও ৩ জুলাই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বর্তমানে সিরাজগঞ্জে ‘পেয়ারার সুবাস’ নামের একটি ছবির কাজ করছেন জয়া। চলতি মাসের শেষের দিকে কলকাতা যাচ্ছেন ‘ভালোবাসার শহর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি মুক্তির জন্য। সেখান থেকে মাসের শেষ দিন নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবেন তিনি। এবারের বঙ্গ সম্মেলনে দেখানো হবে জয়া অভিনীত কলকাতার ছবি ‘রাজকাহিনী’।
জয়া বলেন, ‘বাংলা ভাষা আর সংস্কৃতিকে ভালোবেসে হাজার হাজার বাঙালির মধ্যে যোগসূত্র গড়ে উঠেছে বঙ্গ সম্মেলনের মাধ্যমে। একাধিক বাঙালি সংগঠন যৌথভাবে এই সম্মেলন করছে। এ আয়োজনে অংশ নেয়ার আমন্ত্রণ পাওয়া সত্যিই খুব আনন্দের ব্যাপার।’
প্রসঙ্গত কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’-এ অভিনয় করেছেন জয়া আহসান। আসছে ঈদে অনলাইনে মুক্তি পাচ্ছে এটি। পাশাপাশি চলছে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির কাজ। শিগগিরই শুরু হবে একই পরিচালকের ‘লাল মোরগের ঝুঁটি’র শুটিং।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’