X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই দশকে এটিএন বাংলা

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ০০:০০আপডেট : ১৫ জুলাই ২০১৬, ০০:০০

আজ ১৫ জুলাই। পথচলার ১৯ বছর পূর্ণ করে দুই দশকে নাম লিখিয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’- এই শ্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের এই দিনে যাত্রা হয় চ্যানেলটির।

দুই দশকে এটিএন বাংলা। ১৯৯৯ সালের মে মাসে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয় চ্যানেলটি। ১৬ আগষ্ট ২০০১ সালে  বাংলা সংবাদ, ২০০২ সালের ১ অক্টোবর ইংরেজি সংবাদ এবং ২০০৩ সালে প্রচার শুরু হয় প্রতি ঘন্টার সংবাদ। নিরপেক্ষ সংবাদ প্রচার করে এটিএন বাংলা হয়ে ওঠে দেশের অন্যতম সেরা সংবাদ মাধ্যমে। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও চ্যানেলটি এগিয়ে আছে বরাবর।

এটিএন বাংলার দুই দশকের পথপরিক্রমায় অর্জন অনেক। ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কারখ্যাত অ্যামি অ্যাওয়ার্ড অর্জন করে চ্যানেলটি। এছাড়া এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক অ্যাওয়ার্ড, বজলুর রহমান স্মৃতিপদক, এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার-২০১২, ইউনাইটেড নেশনস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ইউএনসিএ) অ্যাওয়ার্ড-২০১২ ও ২০১৩ ছাড়াও প্রায় প্রতি বছরই মীনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করে এটিএন বাংলা।

এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল অনুষ্ঠানিকতা স্থগিত করা হলেও অনুষ্ঠানমালায় কিছু বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। এ আয়োজনে থাকছে চ্যানেল প্রধান ড. মাহফুজুর রহমানের বিশেষ সংগীতানুষ্ঠান ‘ভালোবাসার গান’, প্রামাণ্যচিত্র ‘আমি তোমাদেরই লোক’, ‘আমরা করবো জয়’ এর বিশেষ পর্ব এবং ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’।

এটিএন বাংলার জন্মদিনে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…