X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকবির প্রয়াণ দিবসে নতুন গান

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ০৮:৩৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৮:৫১

বিশ্বকবির প্রয়াণ দিবসে নতুন গান। কবিগুরুর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিভি চ্যানেলগুলোর পাশাপাশি  চুপচাপ নেই গান প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। রবীন্দ্রসংগীতশিল্পীদের পাশাপাশি আদুনিক গানের শিল্পীরাও প্রকাশ করেছেন বিশেষ গানও অ্যালবাম।

আজ (৬ আগস্ট) বাইশে শ্রাবণকে ঘিরে বেশ ক’জন নবীন-প্রবীণ কণ্ঠশিল্পী নতুন সংগীতায়োজনে রবীন্দ্রসংগীত গেয়েছেন। এসেছে আবৃত্তির অ্যালবামও।
এরমধ্যে আধুনিক গানের তারকা কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘ওগো বিদেশিনী’ গানটি জিপি মিউজিক অ্যাপে আজই প্রকাশ পেয়েছে সিএমভির ব্যানার থেকে। এর সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস।
এদিকে লেজার ভিশন প্রকাশ করেছে রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে মকবুল হোসেনের ‘মেঘের ছায়ায়’, রবীন্দ্রনাথের জনপ্রিয় গান নিয়ে আঁখি বৈদ্যর ‘সে আমার গোপন কথা’ এবং মহাদেব ঘোষের সার্বিক তত্ত্বাবধানে হ্যাপী দাশের ‘মন উড়েছে উড়ুক নারে’। তিনটি অ্যালবামের সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এ ছাড়া এসেছে অজয় মিত্রের সংগীতায়োজনে তারই গাওয়া ‘শ্রাবণ দিনে’।
অন্যদিকে ঈগল মিউজিক বাজারে এনেছে কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী ও সিঁথি সাহার কণ্ঠে রবীন্দ্রসংগীতের দ্বৈত অ্যালবাম ‘রাবিন্দ্রীক’। সংগীতায়োজনে রোকন ইমন। গানগুলোতে শুধু পিয়ানো ব্যবহার করা হয়েছে বলে জানান নির্ঝর।
গানের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ নিয়ে সুকান্তর আবৃত্তি অ্যালবাম ‘ছিন্নপত্র’ বের করেছে কান্ট্রি মিউজিক। রঙ বাংলাদেশ ও দেশীদশে পাওয়া যাচ্ছে এটি। ‘ছিন্নপত্র’তে সংকলিত হয় ১৫১টি চিঠি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়