X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘একটা রাজহাঁসও বন্ধু হতে পারে’

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ০০:২০আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০০:২০

তিন বন্ধুর গল্প নিয়ে ‘শহরে নয়নতারা’।দুই বন্ধু দীপ্ত ও রিক্ত একসঙ্গে থাকে এক যুগেরও বেশি সময় ধরে। রিক্ত বিশ্বাস করে ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে না! যা হয় তা হলো প্রেম।

কিন্তু দীপ্ত এটা মানতে নারাজ। নয়নতারা নামে যে মেয়েটি তাদের বাড়ির ভাড়াটিয়া তাকে নিয়ে বাজি ধরে দুই বন্ধু। রিক্তর চ্যালেঞ্জ, সে নয়নতারার সঙ্গে প্রেম করবে। আর দীপ্ত চায় মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করতে। তিন মাস পর দেখা যাবে কার কি অবস্থান।

এমন গল্প দিয়েই শুরু হবে বন্ধু দিবসের বিশেষ নাটক ‘শহরে নয়নতারা’। এতে নয়নতারা চরিত্রে অভিনয় করেছেন জুঁই। এ ছাড়া দীপ্তর ভূমিকায় নাঈম আর রিক্ত চরিত্রে অাছেন রাশেদ মামুন অপু। সম্প্রতি এর চিত্রায়ন হয়েছে ঢাকার উত্তরা ও দিয়াবাড়িতে।

নাটকটি লিখেছেন গোলাম রাব্বানী। তার ভাষ্যে, ‘এই গল্পটাতে বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে কী সেটা বলতে চেয়েছি সংক্ষেপে। বন্ধু অন্যসব সামাজিক সম্পর্কের চেয়ে একেবারেই ভিন্ন। একটা নয়নতারা ফুলের গাছ কিংবা একটা রাজহাঁসও যে কারও বন্ধু হতে পারে। সেই গল্পটা আছে এখানে।’

নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। তার দাবি, নাটকটি দেখে বন্ধুত্ব নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে। আজ রবিবার (৭ আগস্ট) বন্ধু দিবসে এনটিভিতে প্রচার হবে জয়ধ্বনি মিডিয়া প্রযোজিত ‘শহরে নয়নতারা’ নাটকটি।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’