X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৬:১৮আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:০০

সৈয়দ আব্দুল হাদী। ছবি: বাংলাঢোল। সংগীত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী। তার সংগীতজীবন বর্ণাঢ্য। হাজার অভিজ্ঞতার মধ্য দিয়ে তখন থেকে এখনও এগিয়ে চলেছেন তিনি। গুণী এই শিল্পীর ব্যক্তি ও কর্মজীবন এবার ধারণ হয়েছে ক্যামেরায়। তৈরি হয়েছে প্রাণ্যচিত্র।

সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘অনেকেই প্রস্তাব দিয়েছিলেন। রাজি হইনি। কারণ আমি মনে করি প্রামাণ্যচিত্র হওয়ার মতো যোগ্যতা আমার এখনও হয়নি। বাংলাঢোল আমার ৪৫টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছে। এরই অংশ হিসেবে প্রামাণ্যচিত্রটিও ওরা তৈরি করেছে। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি সন্তুষ্ট।’
৩৫ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। নির্মাণ করেছেন সাদাত হোসাইন। তিনি বলেন, ‘প্রামাণ্যচিত্রটিতে কিংবদন্তি এই শিল্পীর অনেক অজানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে মনেই হয়নি একজন বয়সী কিংবা কিংবদন্তির সঙ্গে আছি। তিনি সত্যি অসাধারণ একজন মানুষ। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’  
বাংলাঢোলের প্রযোজনায় তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। একই ব্যানারে চারটি পৃথক অ্যালবামে প্রকাশ করা হচ্ছে শিল্পীর প্রচলিত-অপ্রচলিত ৪৫টি গান।

এসবের মোড়ক উন্মোচন হবে ১০ আগস্ট। ঢাকা ক্লাবে এদিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা উপভোগ করবেন প্রামাণ্যচিত্রটি। পরে এটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে বাংলাফ্লিক্স (banglaflix.com.bd) নামক ভিডিও চ্যানেলে। অডিও ভার্সন শোনা যাবে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী