X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শীর্ষে ‘ভিওলা বিচ’, স্বজনদের মিশ্র প্রতিক্রিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ আগস্ট ২০১৬, ০৮:৪৯আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৬:১৯

ভিওলা বিচ। সড়ক দুর্ঘটনায় দলের সব সদস্যের মৃত্যুর ছয় মাস পর জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নিয়েছে ব্যান্ড ভিওলা বিচের প্রথম অ্যালবাম। আর এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা।

ভিওলা বিচের গিটারিস্ট রিভারের ভাই রিভস বলেন, ‘ওরা অনেক কষ্ট করেই এই জনপ্রিয়তা অর্জন করেছে। বেঁচে থাকলে কেমন খুশি হতো, ধারণা করতে পারি। ওদের মুখের হাসিটুকুও যেন দেখতে পাচ্ছি।’

পরিবারের সদস্যরা বলেন, এখন থেকে সুইডেনের ওই ভয়াবহ দুর্ঘটনা দিয়ে মানুষ তাদের চিনবে না, সবাই চিনবে ওদের গান দিয়ে।

দলের ড্রামার জ্যাকের বোন ডরিন বলেন, ‘ওরা সবাই খুবই মেধাবী ছিলো, অনেক দূর যেতে পারতো।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি যেমন দুঃখের, তেমনই সুন্দর। আমি এই অ্যালবামে আমার ভাইকে ড্রাম বাজাতে শুনে ওদের লাইভ পারফরম্যান্সগুলোর স্মৃতিচারণ করি। জ্যাককে বাজাতে শুনি, ক্রিসকে গাইতে শুনি- মনে হয় ওদের কাজ তো বেঁচে আছে।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ভিওলা বিচের গায়ক ক্রিস লিওনার্ড, গিটারিস্ট রিভার, বেজিস্ট টমাস লোয়ে, ড্রামার জ্যাক ও ম্যানেজার ক্রেইগ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

শুনুন তাদের গান:

সূত্র: বিবিসি

/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’