X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকার নাট্যকার কলকাতার নির্দেশক মঞ্চায়ন ত্রিপুরায়

বিনোদন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১৯:১৪আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ২০:২৪

‘অমানিশা’র মহড়া। গেল জুলাইয়ে মঞ্চে এসেছে নতুন নাটক ‘গহনযাত্রা’। যা রচনায় ছিলেন তরুণ নাট্য নির্দেশক রুবাইয়াৎ আহমেদ। আর চলতি মাসে তার লেখা আরও একটি নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে। তবে এটি হবে ভারতের ত্রিপুরায়। নাটকের নাম ‘অমানিশা’।
লার্নার্স অ্যাডুকেশনাল সোসাইটি ও নাট‌্যমঞ্চ নতুন প্রযোজনাটি মঞ্চে নিয়ে আসছে।
আগামী ১৬ আগস্ট এটি মঞ্চায়ন হবে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর টাউন হলে, সন্ধ্যা সাড়ে ৬টায়।
এটির নির্দেশনা দিচ্ছেন শুভজিৎ বন্দ‌্যোপাধ‌্যায় আর পরিকল্পনায় আছেন মনিদীপ দাস সুমন।
নাট্যকার রুবাইয়াৎ আহমেদ। রুবাইয়াৎ বললেন, ‘‘নাটক লেখার প্রস্তাবটা তারা দেন মূলত নিদের্শক সুদীপ চক্রবর্তীর মাধ্যমে। তারা ‘রক্ত করবী’ নিয়ে নতুন কিছু করতে চাইছিলেন। তবে আমি মৌলিক গল্পের বিষয়ে বলি। গল্পটা মুখে শুনে তাদের বেশ ভালো লেগেছিল।’’
তিনি আরও বলেন, ‘মজার বিষয় হলো, রচিয়তার মতোই এর নির্দেশকও ত্রিপুরার বাইরের মানুষ। তিনি কলকাতার নাট্যকর্মী। নাট্যদলটি মূলত চাইছিল, ভালো একটি প্রযোজনা নির্মাণ করা। আশা করি, এটা ভালোই হবে।’
নাটকটি মূলত জঙ্গিবাদবিরোধী গল্পে সাজানো। গল্পটি এমন- একটি নামহীন নগরের যেখানে সবাই উল্টো করে হাঁটে। তাতেই তারা অভ্যস্ত এবং তাই স্বাভাবিক বলে মনে করে।
সেই নগরে সবকিছু নির্দিষ্ট করে দেওয়া। ইতিহাস থেকে শুরু করে আচার-আচরণ সবই।
এই নগরে কারও কোনও নাম নেই। সবাই পেশা অনুসারে শুধুমাত্র নম্বর বা ডিজিটে পরিচিত।
নগরটিতে রয়েছে একটি কালো সুড়ঙ্গ। সেখানে কাউকে পাঠিয়ে দিলে আর ফেরত আসে না। সবাই জানে ওই সুড়ঙ্গ চলে গেছে মহানন্দলোকে, চিরপ্রশান্তির অঞ্চলে।
নগরটিতে প্রতিবছর সেরা কৃতীমানকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে কৃতী মানুষদের পাঠিয়ে দেওয়া হয় ওই সুড়ঙ্গে!
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…