X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
বঙ্গবন্ধুকে স্মরণ

টিভি আয়োজনে শোকের ছায়া

বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ২০১৬, ০০:০৩আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৫:১৫

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তাঁকে সম্মান ও স্মরণ করতে দেশের সব কটি টিভি চ্যানেলে বিশেষ আয়োজন করেছে আজ। এরমধ্যে বেশিরভাগ চ্যানেল বঙ্গবন্ধুর জন্ম ও সমাধিস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সরাসরি পুষ্পস্তবক অপর্ণ ও স্মরণানুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এছাড়া প্রায় সবকটি টিভিতে থাকছে বঙ্গবন্ধুকে হারানো শোকের ছায়া অবলম্বনে নাটক ও আলোচনা অনুষ্ঠান। নিচে উল্লেখযোগ্য টিভি অনুষ্ঠানগুলো তুলে ধরা হলো-

চ্যানেল আইতে ‘স্মৃতির মিনার’। চ্যানেল আই

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘স্মৃতির মিনার’। রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ। অভিনয়ে ড. ইনামুল হক, ওমর আয়াজ অনি, শামীমা তুষ্টি, এম এ আলম সোহাগ, শামীমসহ অনেকে।

বৈশাখীতে ‘আলোর মিছিল’। বৈশাখী টিভি

সকাল ১০টা ৫০ মিনিটে থাকছে বাংলা সিনেমা ‌‘আলোর মিছিল’। অভিনয়ে রজ্জাক, ববিতা, আনোয়ার হোসেন প্রমুখ। বেলা ৩টা ৩০ মিনিটে শোক দিবসের বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’।
এরপর বিকাল ৪টা ২৫ মিনিটে থাকছে প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রথম প্রতিবাদ’। বিকাল ৫টা ২০ মিনিটে প্রামাণ্য অনুষ্ঠান ‘জাগ্রত অহংকার’।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রামাণ্য অনুষ্ঠান ‘সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল’। রাত ৮টায়  বিশেষ  অনুষ্ঠান ‘রক্তে ভেজা ১৫ই আগষ্ট’। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ  অনুষ্ঠান ‘স্বদেশের বুক জুড়ে জনকের মুখ’।
এটিএন বাংলায় ‘মধুমতির তীরে’। এটিএন বাংলা
সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী রফিকুল আলম। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় এটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ওরা ১১ জন’। চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
দুপুর ৩টা ১০ মিনিটে রয়েছে তথ্যচিত্র ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’।
বিকাল ৫টা ২০মিনিটে প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘মধুমতির তীরে’। মহতী তাপশীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান।
রুমানা আফরোজের উস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘উদিত সূর্যে বঙ্গবন্ধু’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাট্য ব্যক্তিত্ব আলী যাকের, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা কবরী সারোয়ার ও অভিনেত্রী শমী কায়সার। এতে বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েছেন এস আই টুটুল।  
মাছরাঙায় ‘বঙ্গবন্ধুকে নিয়ে’। মাছরাঙা টেলিভিশন

সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকা’। সকাল এগারোটায় থাকছে শিশুতোষ চলচ্চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রামাণ্যচিত্র ‘স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু’ প্রচার হবে দুপুর ১টা ৩০ মিনিটে। বঙ্গবন্ধু সরকারের সাড়ে ৩ বছরের ঘটনাপ্রবাহ নিয়ে প্রামাণ্যচিত্র ‘সোনালী দিনগুলি’ প্রচার হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে প্রামাণ্যচিত্র ‘টি- ৫৪’।
বিশেষ অনুষ্ঠান ‘রক্তাক্ত ১৫ আগস্ট’ প্রচার হবে রাত ৮টা ৫০ মিনিটে। সংগীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে’ থাকছে রাত ১১টায়। সুজেয় শ্যামের উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন অপু ও নির্ঝর।
জিটিভিতে ‘ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ি’। জিটিভি
সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা ছবি ‘সিপাহী’। কাজী হায়াত পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন- মান্না, ইলিয়াস কাঞ্চন, চম্পা প্রমুখ।
রাত ৮টায় প্রচার হবে ‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি’। আশিক ইব্রাহিমের প্রযোজনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করবেন- সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আবৃত্তি করবেন কবি নির্মেলেন্দু গুণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানহা তাসনিয়া।  
রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বাংলাদেশ ও বাংলাদেশ’। রাত ১১টা   প্রচার হবে প্রামাণচিত্র ‘দ্য স্টোরি অব লিজেন্ড’।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!