X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ

‘প্রথমদিনে পৌনে ২ লাখ টাকা তুলতে পেরেছি’

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১২:৫৫আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৪:৩৪

প্রথমদিনের অনুষ্ঠানের একটি দৃশ্য ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ নামে মঙ্গলবার থেকে কনসার্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে দেশের বেশ কয়েকটি ব্যান্ড।
উদ্দেশ্য, বাংলা সংগীতের বরেণ্য শিল্পী-মুক্তিযোদ্ধা লাকী আখান্দের চিকিৎসার জন্য তহবিল গঠন। দুই দিনব্যাপী এ কনসার্টের প্রথমদিনের আয়োজন সফল বলে মনে করছে আয়োজকরা।

তাদের তথ্য মতে, প্রথমদিনে ফান্ডে জমা পড়েছে পৌনে ২ লাখ টাকা।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আয়োজনের অন্যতম সমন্বয়কারী আবদুল্লাহ আল ইমরান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কনসার্টের শুরু থেকেই কানায় কানায় পূর্ণ ছিল।

সকাল থেকে প্রবেশপত্র ন্যূনতম ৫০ টাকায় পাওয়া গেলেও পরে অতিরিক্ত চাপে ও দর্শকদের মতকে প্রাধান্য দিয়ে এটি করা হয় ন্যূনতম ৩০০ টাকা। তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’এর পরিবেশনা
আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘আমাদের উদ্দেশ্য, বড় একটি ফান্ড গঠন করা। প্রথমদিনে আমরা ১ লাখ ৭৩ হাজার টাকা সংগ্রহ করতে পেরেছে। আর প্রতিটি ব্যান্ড বিনা পারিশ্রমিকে অংশ নেওয়ায় কাজটি আরও মসৃণ হয়েছে। তবে দ্বিতীয় দিনেও লোক সমাগম দরকার। তাহলেই আমাদের আয়োজন সফল হবে।’

মঙ্গলবার সকাল থেকে ঢাবি কালচারাল সোসাইটি ছাড়াও এই মঞ্চে পারফর্ম করেছে ব্যান্ড স্ক্রিচ, ফ্রিড, স্কিল্ড, সায়নাইড, আনস্পেসিফাইড, মানব, হ্যাশ, এক্সেনেমি, রোদ, ওয়ারসাইট, দুর্গ, সহজিয়া এবং অ্যাশেস।
ব্যান্ডগুলো নিজেদের গান ছাড়াও লাকী আখান্দকে সম্মান জানিয়ে তার গানগুলো পরিবেশন করেছেন।
তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড রাত ৮টায় এবং প্রথম দিনের শো স্টপার হিসেবে সাড়ে ৮টায় পারফর্ম করে ব্যান্ড আরবোভাইরাস।
বুধবার (আজ) একই মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে এভয়েড রাফা, ওয়ারসাইট, অর্জন, নিউ সোনার বাংলা সার্কাস, ওল্ড স্কুল, চাতক, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, নীলনকশা, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, রেডিয়েশন প্রভৃতি ব্যান্ড। প্রথমদিনের অনুষ্ঠানের একটি দৃশ্য। লাকী আখান্দ দর্শকদের শ্রদ্ধা

উল্লেখ্য, বাংলা গানের কিংবদন্তি লাকী আখান্দ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। ছয় মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে চলতি বছরের ২৫ মার্চ দেশে ফেরেন। সেখানে কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল তার। এ বছরের জুনে আবারও থেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যেতে পারেননি।
বিশেষ সূত্রে জানা যায়, মূলত আর্থিক সংকটের কারণেই উন্নত চিকিৎসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি ও তার পরিবার।
এখন তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

ছবি: ফাহিম হাসান।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!