X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মিউজিক ভিডিওতে অভিনেত্রী বাঁধন

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৬, ১৮:০১আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৩:৪২

ভিডিওতে মা-মেয়ের চরিত্রে বাঁধন ও মম। অভিনয়ের লম্বা পথ পাড়ি দিয়ে বাঁধন এবার মডেল হলেন মিউজিক ভিডিওতে। শিশুশিল্পী আতিকা রহমান মম’র একটি গানের ভিডিওতে দেখা মিলবে তার। এখানে বাঁধনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী মম নিজেই।

মনিরুজ্জামান মনিরের কথায় ‘আমি শিশু হয়ে থাকবো’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। থ্রি-ডি প্রোডাকশনের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোঃ আতিকুর রহমান। ভিডিওতে নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল ও চিত্রগ্রহণ করেছেন আনোয়ারুল ইসলাম।
অভিনেত্রী বাঁধন বলেন, ‘একজন মা তার মেয়ের জন্য যেরূপ মমতা অনুভব করেন, তেমনি একটি মেয়ের মধ্যেও তার মায়ের জন্য ভালোবাসা জন্মায়। এই গানটির ভিডিওতে মা-মেয়ের মধ্যকার মধুর সম্পর্ককে নির্মাতা দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করি আমার প্রথম মিউজিক ভিডিও হিসেবে এটি সবার ভালো লাগবে।’
এ প্রসঙ্গে আতিকা রহমান মম বলেন, ‘গত বাবা দিবসে আমি বাবাকে নিয়ে গান করেছি। আর এবার সেই ধারাবাহিকতায় মাকে নিয়ে গান করলাম। বাবা ও মাকে নিয়ে গান গেয়ে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর হয়েছে।’
ভিডিওতে বাঁধন ও মম। এদিকে সংগীত পরিচালক আলাউদ্দিন আলী বলেন, ‘মম খুবই সম্ভাবনাময়ী শিশুশিল্পী। তার গায়কী ভালো। গানের প্রতি তার আন্তরিকতা রয়েছে। যথাযথ পরিচর্চা করলে আগামী দিনে সে বড় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে বলে আমার বিশ্বাস।'
নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে এবং একই সঙ্গে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।
উল্লেখ্য, গান ছাড়াও মম নিয়মিত টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করছে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়