X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবন নিয়ে স্বল্পদৈর্ঘ্য

বিনোদন রিপোর্ট
২০ আগস্ট ২০১৬, ১৮:৩২আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৮:৪২

‘ডাক দিয়েছে সুন্দরবন’-এর একটি দৃশ্য। সুন্দরবন নিয়ে নির্মিত হলো একটি ভিন্ন ধারার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভিন্ন বলার কারণ, প্রায় ৯ মিনিটের এই চলচ্চিত্রে সুন্দরবনের চিত্র অনুপস্থিত বললেই চলে!

উল্টো এখানে উঠে এসেছে- এই শহর, রাজপথ, মানবিক অস্থিরতা, দাবি আদায়ের শ্লোগান, নাগরিক ময়লা আকাশ, পুলিশের টিয়ারসেল, আতঙ্কিত অসহায় মুখ, টিএসসির সবুজ ঘাস, ছাত্রদের বিপ্লব, বিপ্লবীদের যুক্তি-গান। এবং এসব ছাপিয়ে সুন্দরবনকে বাঁচাতে একজন তরুণের নীরব লিফলেট বিতরণ কার্যক্রম মনে দাগ টানবে দর্শকের।
সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে সারাদেশে চলছে আন্দোলন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণরা এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাদের ভাবনা, প্রাণ-প্রকৃতির জন্য লড়াই ও যুক্তিকে নিয়েই নির্মাণ হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। যার নাম ‘ডাক দিয়েছে সুন্দরবন’।
এতে প্রথমেই বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আন্দোলনকারীদের অবস্থান। শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে- কল্পিত নয়, ছবিটির সব চরিত্রই সত্য।
ছবিতে সূত্রধর নাঈম সিনহা। দেখানো হয়, একজন তরুণ কীভাবে প্রাণ-প্রকৃতির এই আন্দোলনে ধীরে ধীরে সম্পৃক্ত হন। মূলত তাকেই সূত্রধর করে চলচ্চিত্রটির গল্প কিংবা চিত্রকল্প নানা যুক্তির মধ্য দিয়ে এগুতে থাকে। এতে আন্দোলনকারীদের বেশ কিছু যুক্তিও তুলে ধরা হয় তাদের বয়ানে।
এর মধ্যে আছে- ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট,  ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একই প্রকল্প কীভাবে ভেস্তে গেছে, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন কতটা ঝুঁকিপূর্ণ ইত্যাদি।
প্রামাণ্যচিত্রে সূত্রধর হিসেবে অভিনয় করেছেন নাঈম সিনহা। চিত্রায়ণে আব্দুল্লাহ মাহফুজ অভি, একরামুল আলম অদিত ও নাঈম সিনহা। পরিকল্পনা, পাণ্ডুলিপি ও পরিচালনায় আছেন আব্দুল্লাহ মাহফুজ অভি।
১৮ আগস্ট বেঙ্গল মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ইউটিউবে এটি প্রকাশ হয়েছে।

দেখুন এই লিংক থেকে:

/এম/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!