X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শিগগিরই খুলছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৪:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৪:০৬

স্টার সিনেপ্লেক্স।শহরের বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের পর থেকে সাময়িক বন্ধ রয়েছে দেশের অন্যতম প্রেক্ষাগৃহ ‘স্টার সিনেপ্লেক্স’। তাই আজ শুক্রবার এখানে নতুন কোনও দেশ-বিদেশের ছবি মুক্তি পায়নি। প্রদর্শন বন্ধ রয়েছে গেল রবিবার থেকে।

তবে শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্স-এর মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি আরও জানান, শিগগিরই সিনেমা প্রদর্শনসহ স্টার সিনেপ্লেক্স চালু হবে। এর জন্য আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। এর জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশও করেছেন।
মিডিয়া কর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্সের সবগুলো হল-ই সুরক্ষিত রয়েছে। সৃষ্টিকর্তার রহমতে আগুনে না পুড়লেও ধোঁয়ার কারণে সার্বিক পরিবেশ কিছুটা বিপন্ন হয়েছে। সেটা সংস্কারে এখন খুব দ্রুত কাজ চলছে। শিগগিরই স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে এনে সিনেমা প্রদর্শনসহ যাবতীয় কার্যক্রম পুরোদমে চালু করতে পারবো বলে আমরা আশা করছি।’
প্রসঙ্গত, গেল ২১ আগস্ট সকাল ১১টা নাগাদ বসুন্ধরা সিটির ৬ তলায় আগুন লাগে। পরে প্রায় ২০ ঘন্টার বেশি সময় ধরে অভিযানের পর পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!