X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ওয়াইল্ডারের মৃত্যুতে তারকাদের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৪:৪৬আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:৫৭

জিম,জেনে ও শাহরুখ অভিনেতা-পরিচালক ও কমেডি কিংবদন্তি জেনে ওয়াল্ডার আর নেই। সোমবার মারা গেছেন খ্যাতিমান এ অভিনেতা।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই। হলিউড তো বটেই শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের শাহরুখ খান ও ঋষি কাপুরসহ অনেকে।
‘উইলি ওয়াঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’-র জিন ওয়াইল্ডার আলজেইমার রোগে ৮৩ বছর বয়সে মারা যান। হলিউডের কমেডি ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় এই অভিনেতা অভিনয় করেছেন ‘দ্য প্রডিউসার’, ‘ব্ল্যাজিং স্যাডলস’ এবং ‘ইয়াং ফ্র্যাঙ্কেনস্টাইন’-এর মতো বিখ্যাত ছবিতেও। তবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন ‘উইলি ওয়াঙ্কা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
হলিউডের এ অভিনেতার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের শাহরুখ খান ও ঋষি কাপুর। শাহরুখ টুইটে লিখেছেন, শান্তিতে থাকো জিন ওয়াইল্ডার। আমার বেড়ে ওঠার অনুপ্রেরণা। আপনার ওয়াইল্ডার চোখের অভাব অনুভুত হবে।

ঋষি কাপুর লিখেছেন, শান্তিতে থাকো ওয়াইল্ডার। উইম্যান ইন রেড, উইলি ওয়াঙ্কা, ব্ল্যাজিং স্যাডলস, স্টিয়ার ক্রেজি, সিলভার স্ট্রিক... আপনি সত্যি আমাকে হাসিয়েছেন।

পিছিয়ে নেই পশ্চিমা তারকারাও। পরিচালক মেল ব্রুকস লিখেছেন, আমাদের সময়ের অন্যতম সেরা প্রতিভা ছিলেন জিন। তার বন্ধুত্ব ও ভালোবাসার যাদু দিয়ে তিনি প্রত্যেকটি ছবিই চমৎকার করে তুলতেন।

কৌতুক অভিনেতা জিম কেরি বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে মজার ও মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন জিন। যদি স্বর্গ থেকে থাকে তবে অবশ্যই তিনি গোল্ডেন টিকিট পেয়ে গেছেন।’

‘গ্ল্যাডিয়েটর’ তারকা রাসেল ক্রো বলেন, ‘আমি বন্ধুদের সঙ্গে সাতবার সিনেমা হলে বসে ‘ব্ল্যাজিং স্যাডল’ দেখেছি। জিন আপনার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। আপনার আত্মা শান্তি পাক’।

সূত্র: এনডিটিভি।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান