X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মডেলের দিকে বন্দুক তাক: আটক মার্কিন গায়ক

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ১৫:১২আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৭:১৭

ক্রিস ব্রাউন মার্কিন গায়ক ক্রিস ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এক নারীর দিকে বন্দুক তাক হুমকি দিয়েছেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। ব্রাউন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
ওই অভিযোগকারী নারী হলেন মডেল বেইলি কুরান। তিনি মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, ‘ব্রাউন আমার দিকে বন্দুক তাক করে হুমকি দিয়েছে।’ পরে পুলিশে অভিযোগ করার পর ব্রাউনকে আটক করা হয়।
কুরানের ভাষ্য মতে, সোমবার তিনি এবং তার এক বন্ধু ব্রাউনের বাড়িতে যান। সেখানে তিনি এক লোকের গয়না দেখছিলেন। ওই লোক হঠাৎ রাগান্বিত হয়ে কুরানকে সরে যেতে বলে। তখনই ব্রাউন কুরানের দিকে বন্দুক তাক করে ধরেন। পরে কুরান পুলিশকে ফোনে অভিযোগ করেন।
মঙ্গলবার পুলিশ আসার পরই কুরান ব্রাউনের বাড়ি থেকে বের হন। কুরানের মতে, তিনি প্রায় ১১ ঘন্টা জিম্মি ছিলেন।

তবে ক্রিস ব্রাউনের আইনজীবী এক টুইটার বার্তায় বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে ভ্রান্ত অভিযোগ করা হয়েছে। আর ব্রাউনকে পুলিশ ছেড়ে দিয়েছে। তবে ব্রাউনের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়েছে কিনা, অথবা তাকে জামিনে ছাড়া হয়েছে কিনা, সে সম্পর্কে ব্রাউনের আইনজীবী কিছু উল্লেখ করেননি।

ব্রাউনের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। ২০০৯ সালে তিনি তার সাবেক প্রেমিকা পপস্টার রিহানাকেও লাঞ্ছিত করেছিলেন।

ব্রাউন অবশ্য পুলিশি হেনস্তার অভিযোগ তুলেছেন। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ওয়ারেন্ট ছাড়া তিনি পুলিশকে তার বাসায় প্রবেশ করতে দেবেন না। তিনি আরও বলেন, ‘আপনারা বিশ্বের সবচেয়ে খারাপ গ্যাং, পুলিশ।’ ব্রাউন বর্ণবাদ-বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার-এরও সমর্থক।

সূত্র: বিবিসি।

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!