X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২৭ বছর পর ‘এ এমন পরিচয়’

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২১:০২

ভিডিওর বিভিন্ন দৃশ্যে লিয়া বুরনাকাস ও পার্থ। ১৯৮৯ সালে প্রকাশ পায় আশির দশকের শীর্ষ ব্যান্ড সোলস-এর ‘এ এমন পরিচয়’ অ্যালবামটি। তখন ব্যান্ডের প্রধান ভোকাল ছিলেন তপন চৌধুরী। সালাউদ্দিন সজলের লেখা এই অ্যালবামের শিরোনাম গানটির সুর করেছেন দলের কনিষ্ঠ সদস্য পার্থ বড়ুয়া। ব্যান্ডের জন্য এটিই তার প্রথম সুর।

তপন চৌধুরীর কণ্ঠের এই গানটি তখন থেকে এখনও সমান জনপ্রিয়। সেই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া লাগাতে টানা ২৭ বছর পর নতুন করে তৈরি হলো গানটি। স্বাভাবিক, ব্যান্ডে তপন চৌধুরীর অনুপস্থিতিতে গানটি এবার কণ্ঠে তোলেন পার্থ বড়ুয়া। তুলেই শেষ নয়, এটির ব্যয়বহুল একটি ভিডিও-ও তৈরি হয়েছে ব্যান্ডের উদ্যোগে।   
‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে/হৃদয়ের অনন্তে/কিছু কথা ভালো লাগা/করে যাই রচনা’- এমন কথার গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এতে মডেল হয়েছেন সেখানকার লিয়া বুরনাকাস। ক্যামেরা চালিয়েছেন শামীমা কুহু। আর গানটির ভিডিওতে লিয়ার সঙ্গে মডেল হয়েছেন পার্থ নিজেই। বিভিন্ন দৃশ্যে অংশ নিয়েছেন সোলসের অন্য সদস্যরাও। ভিডিওটি নির্মাণ করেছে পাপারাজ্জি মেলবোর্ন।
গানটি আছে এই লিংকে:

পার্থ বড়ুয়া জানান, গানটি গেল রাতে (৩১ আগস্ট) অন্তর্জালে মুক্ত করেছেন তারা। তিনি বলেন, ‘‘এটা শুধু সোলস নয়, বাংলাদেশ ব্যান্ড ইতিহাসের অন্যতম মাইলফলক একটি গান। মূলত গানটিকে নতুন করে সংরক্ষণ এবং চলতি প্রজন্মের শ্রোতা-দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছি আমরা। এর আগে আমাদের আরেকটি গান ‘মুখরিত জীবন’ প্রকাশ করেছি। এভাবে আরও গান প্রকাশের পরিকল্পনা আছে।’’
/এস/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…