X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্বাধীন বাংলা বেতারের গানে উদ্বোধন হলো রেডিও আম্বার

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৩

রেডিও আম্বার-এর উদ্বোধন। প্রতীকী রেডিওর নবে হাত রাখতেই বেজে উঠল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় এ গানটি দিয়েই মূলত যাত্রা করলো দেশের প্রথম ক্ল্যাসিফায়েড এফএম স্টেশন ‘রেডিও আম্বার (১০২.৪)’।

উদ্বোধনী নয়, আগামী দিনগুলোর প্রতিমুহূর্তে এমন গানই বাজবে বলে জানালেন এর কর্তা ব্যক্তিরা। শুধু বাংলা গান বাজানোর প্রত্যয় নিয়ে এফএম স্টেশনটি যাত্রা শুরু করলো।
আজ ১ সেপ্টেম্বর বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জানান দিলো এ স্টেশনটি।
গুলশান নাভানা টাওয়ারে অবস্থিত রেডিওটির নিজস্ব কার্যালয়ে এ দিন বিকাল সাড়ে পাঁচটায় রেডিও আম্বারের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন রেডিওটির সিইও আমিনুল হাকিম। আরও উপস্থিত ছিলেন রেডিওটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য গুণী কণ্ঠশিল্পী রফিকুল আলম, আবিদা  সুলতানা, এন্ড্রু কিশোর, পরিচালক (অনুষ্ঠান) নওশীন নাহরীন মৌসহ আরও অনেকে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘রেডিও আম্বার গণমাধ্যমের নতুন সংযোজন। গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ গণমাধ্যম। তাই গণতন্ত্রের স্বার্থে তাদেরকে কাজ করতে হবে। আশা করি রেডিও আম্বার তার আপন বৈচিত্র্য নিয়ে কাজ করবে। আশা করি  রেডিও আম্বার ইতিবাচকভাবে দেশের সংস্কৃতিকে তুলে ধরবে।’

রেডিও আম্বারে এখন প্রতিদিন ৪টি করে শো হচ্ছে।  এগুলো হলো ব্রেকফাস্ট উইথ নওশীন, ওল্ড স্কুল, আম্বার নাইট ও রাত প্রহরী। এছাড়াও প্রতি সপ্তাহে দুইদিন ‘মোর মিউজিক’ নামে একটি অনুষ্ঠান পরিবেশিত হয়। রেডিওটি শোনা যাবে ১০২.৪ এফএম-এ।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)