X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

যুগ পেরিয়ে পান্থ কানাই

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৬

পান্থ কানাই। ২০০৩ সালের শেষদিকে সর্বশেষ একক অ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’ প্রকাশ করেছিলেন দরাজ কণ্ঠের পান্থ কানাই। তারপর আর কোনও অ্যালবাম নেই এই গায়কের। এক যুগেরও বেশি সময় পর আসছে ঈদে প্রকাশ পাচ্ছে তার তিন গানের অ্যালবাম ‘দেহখাঁচা’।

গানগুলোর শিরোনাম ‘দেহখাঁচা’, ‘দমে দমে’ এবং ‘রাত জোনাকী’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন রাজেশ ঘোষ। সংগীতায়োজনে চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।

ঈদকে সামনে রেখে সিএমভির ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিকে।

অ্যালবামটির প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘রাজেশ, ইমন, জীবন- সবার কাজই আমার ভালো লাগে। এই প্রথম সবার সঙ্গে কাজ আমার। তারা আমার মনের মতো করে গানগুলো তৈরি করেছেন। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। আমার ভক্ত-শ্রোতাদের গানগুলো শোনার আহ্বান জানাচ্ছি।’

রাজেশ বলেন, ‘এবারই প্রথম পান্থ কানাই এবং ইমনের সঙ্গে কাজ করলাম। জীবনের কথা, আমার সুরের সঙ্গে ইমনের মিউজিক এবং পান্থ কানাইয়ের কণ্ঠ মিলে ভালো একটা অ্যালবাম দাঁড়িয়েছে। তিনটি গানেই বৈচিত্র্য আছে। আমার বিশ্বাস গানগুলো শ্রোতারা খুব পছন্দ করবেন।’

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’