X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রাচ্যনাটের মহড়া কক্ষে ‘রবি রঙ্গ’

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪০

রবি রঙ্গ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এর আগে কখনোই ইনহাউজ নাটক করেনি নাট্যদল প্রাচ্যনাট। এবার তারা আনছে রবীন্দ্রনাথের হাস্যকৌতুকনির্ভর প্রযোজনা  'রবি রঙ্গ'। কাল ৫ সেপ্টেম্বর প্রাচ্যনাটের মহড়া কক্ষে এটি মঞ্চায়িত হবে।
এর গল্প সম্পর্কে দলটি জানায়, চতুর্ভুজবাবু এম.এ. পাশ করে সঙ্গে একটি কাবুলি বিড়াল নিয়ে গ্রামে যায়। সে মনে করে যে তার এম. এ. পাশ নিয়ে গ্রামে হুলস্থুল পড়ে যাবে। কিন্তু সে গ্রামে ফিরে বিপরীত এক পরিস্থিতিতে পড়ে তার বিড়াল নিয়ে। এভাবেই নানা রঙ্গের তৈরি হয়।
নাটকটি নির্দেশনা দিয়েছেন মো. শওকত হোসেন সজিব। তিনি বলেন, ‌‌‘‘নিয়মিতই প্রাচ্যনাটে ইন-হাউজ নাট্যচর্চা হয়ে আসছে। তবে এর আগে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করা হয়নি। তাই তার হাস্যকৌতুক রচনা নিয়ে 'রবি রঙ্গ' এর উপস্থাপন।’’
নাটকটিতে অভিনয় করেছেন প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রাহীম খান, সোহেল রানা, পারভীন পারু, আমব্রীন বরকত, কাকন, গোপী, প্রিয়ম, শাফাত, শাহীন ও জুঁই।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)