X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পেপার ম্যাগাজিনের প্রচ্ছদে দীপিকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৫

পেপার ম্যাগাজিনে দীপিকা
বলিউডের পর এবার যুক্তরাষ্ট্র জয় করতে যাচ্ছেন ভারতীয় তারকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এমন আভাসই দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘পেপার ম্যাগাজিন’।

হ্যাঁ, যে মাগাজিনটির প্রচ্ছদে কিম কারদাশিয়ানের ‘নগ্ন’ ছবি প্রকাশের পর তা ইন্টারনেটে আলোড়ন তুলেছিল সেই পেপার ম্যাগাজিন দীপিকাকে নিয়ে এমন আভাস দিয়েছে। দীপিকাকে বলিউড ‘বিগি’ হিসেবে উল্লেখ করে পেপার ম্যাগাজিনের ঘোষণা দিয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্র মাতাবেন দীপিকা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের পক্ষ থেকে দীপিকাকে হলিউডের পরবর্তী প্রজন্ম হিসেবে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় পেপার ম্যাগাজিনেও এমন ঘোষণা দেওয়া হলো।

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মধ্য দিয়ে হলিউডে যাত্রা শুরুর আগে থেকেই খবরের পাতায় বার বার শিরোনাম হয়ে আসছেন দীপিকা। আর ছবিটিতে অভিনয়ে ব্যাপক সাফল্যের পর দীপিকাকে নিয়ে যে ধরনের আশা করা হচ্ছিল তা সত্য বলেই প্রমাণ করলো পেপার। নিজেদের অনলাইন ভার্সনে দীপিকাকে প্রচ্ছদ করেছে ম্যাগাজিনটি।

পেপার ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকারও দিয়েছেন এ তারকা। হলিউডে নিজের কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে দীপিকা বলেন, ‘ভারত থেকে আসার আগে নতুন পরিবেশ, নতুন মানুষ ও নতুন সেটআপে কাজ করা নিয়ে আমি ভয়ে ছিলাম।’

দীপিকা আরও বলেন, ‘প্রথম কয়েকটা দিন আমার মনে হয়েছিল, নতুন পরিবেশ ও নতুন লোকজন যাদের সঙ্গে আমি আগে কখনও কাজ করিনি; তাদের সঙ্গে খাপ খাওয়াতে আমার সময় লাগবে। তবে আমি কয়েকদিনের মধ্যেই বুঝতে পারলাম, একেবারেই স্বতঃস্ফুর্ত হয়ে গেছি।’

 আগামী বছর ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবিটি হলিউডে মুক্তি পাবে। ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করেছেন ভিন ডিজেল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!