X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কসোভো উৎসবে সেরা তৌকীর

বিনোদন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫১

কসোভো উৎসবে তৌকীর চলতি বছরের কসোভো চলচ্চিত্র উৎসবে সেরা হয়েছেন পরিচালক তৌকীর আহমেদ। তার নতুন ছবি ‘অজ্ঞাতনামা’র জন্য সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার জিতছেন এ অভিনেতা-নির্মাতা।
‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শিরোনামের উৎসবটি গত ৩১ আগস্ট শুরু হয়ে শেষ হয়েছে গতকাল ৪ সেপ্টেম্বর। সমাপনী দিনে তৌকীরের হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।
উৎসবের অফিশিয়াল পেজে জানানো হয়, ‘অজ্ঞাতনামা’র বিষয়বস্তু সমকালীন বিশ্বের গুরুত্বপূর্ণ একটি উপদান, যা জীবনঘনিষ্ঠ।
এদিকে, পুরস্কার পাওয়ার তৌকীর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ছবির কলাকুশলীদের ধন্যবাদ। সবার কাছে আমি কৃতজ্ঞ।’
ছবিটির গল্প, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের নিয়ে। তাদের নানা হয়রানি উঠে এসেছে এতে। সঙ্গে যুক্ত ছিল অসাধু আদম ব্যবসায়ীদের ভুল সিদ্ধান্তের পরিণাম।
বাংলাদেশে গত ১৯ আগস্ট মুক্তি পায় ‘অজ্ঞাতনামা’। তার আগে ইতালির গালফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন অ্যাওয়ার্ড অর্জন, ও গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের সিনেমা বাজার মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় এটি।
এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ এবং শহীদুজ্জান সেলিম।
তাদের পাশাপাশি ছিলেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। কসোভো উৎসবে অন্য বিজয়ীদের সঙ্গে তৌকীর


/এমআই/এম

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!