X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইমরান-পলকের ভিডিও একদিনেই ৬০ হাজার!

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩১

একদিনেই ৬০ হাজার ভিউয়ার অতিক্রম করলো ইমরান-পলক মুচ্ছালের মিউজিক ভিডিও! যেমনটা সচরাচর ঘটে না। শুধু ইউটিউবেই নয়, ফেসবুককেন্দ্রিক বাংলা গানের দর্শক-সমালোচক এবং মিডিয়া সেলিব্রেটিরাও ‘সবাই চলে যাবে’ শিরোনামের এই গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। মুগ্ধতা আর অভিনন্দন বৃষ্টিতে ভিজছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক ইমরান।

তার ভাষায়, ‘এই ছোট্ট জীবনে অনেক গানই করেছি। জনপ্রিয় গান আর ভিডিওর সংখ্যাও নেহায়েত কম নয়। তবে এই গানটি আমার ক্যারিয়ারের বাঁক বদলের মাধ্যম বলেই বিবেচনা করছি। কারণ, এই ভিডিওটি প্রকাশের পর মিডিয়ার বেশ কজন সেলিব্রেটি এবং শুদ্ধ বাংলা গানের এমন অনেক দর্শক-শ্রোতার কাছ থেকে যে প্রশংসা পাচ্ছি- সেটা বলে বোঝাতে পারছি না। সঙ্গে আমার ভক্ত-শ্রোতাদের আনলিমিটেড ভালোবাসা তো রয়েছেই।’
ইমরান ও পলক মুচ্ছাল। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় ‘সবাই চলে যাবে’ গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর তার সঙ্গে এবারই প্রথম বাংলাদেশের কোনও গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের পলক মুচ্ছাল। গানটির ভিডিও নির্মাণ করেছে প্রেক্ষাগৃহ। যা ইউটিউবে সাউন্ডটেকের চ্যানেলে প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে। গানটি প্রকাশের পর গতকাল শুক্রবার রাত আটটা নাগাদ এটির দর্শক ৬০ হাজারের ঘর ছাড়িয়েছে।    
সবাই চলে যাবে, একজনই পারবে না/ একজন কেউ থাকুক, যে তোমাকে ছাড়বে না- এমন আবেগী কথায় গানটির ভিডিও চিত্রনাট্যে দেখা মিলেছে নতুন ইমরানকে। সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে নয়, ভিডিওতে যাকে দেখতে এই শহরের অন্য আট দশজন সাদামাটা চাকুরেজীবীর মতোই লেগেছে।
তার সদ্য বিবাহিতা স্ত্রী, দুই কামরার নাগরিক সংসার। প্রাচুর্যহীন ছিমছাম সংসারে সকাল-সন্ধ্যা খুনসুটি আর ছোট ছোট মান-অভিমানের গল্পে সাজানো অন্যরকম জীবন। অতঃপর কোনও এক সন্ধ্যায় শব্দ পাওয়া যায় সুখ-সংসারে ছন্দপতনের।
সুখ সংসারে এমন ছন্দপতনের পরিণতি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। যেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের স্ত্রী চরিত্রে দেখা মিলেছে মডেল সায়রা জাহানকে। ভিডিওতে উপস্থিতি রয়েছে ইমরানের সহশিল্পী পলক মুচ্ছালকেও।
ভিডিওর বিভিন্ন দৃশ্যে ইমরান ও মডেল সায়রা। প্রসঙ্গত, এবারই প্রথম একসঙ্গে গাইলেন ভারত-বাংলাদেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী পলক মুচ্ছাল ও ইমরান। তাও আবার একটি গান নয়, ‌‘আমার ইচ্ছে কোথায়' শিরোনামে পুরো অ্যালবামই প্রকাশ পাচ্ছে এই ঈদে সাউন্ডটেকের ব্যানারে। যার সব গান লিখেছেন জুলফিকার রাসেল। আর ঈদের বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে ‘সবাই চলে যাবে’ শিরোনামের মিউজিক ভিডিওটি।
প্রসঙ্গত, বলিউডের ‘আশিকি-টু’ ছবির ‘চাহু ম্যায় ইয়া না’ এবং ‘মেরি আশিকি’, ‘খামোশিয়া’ ছবির ‘বাতে ইয়ে কাভি না’, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শিরোনাম গানসহ এমন অনেক জনপ্রিয় গানের গায়িকা পলক মুচ্ছাল।
/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়