X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ঈদ আনন্দ

দেখুন এক ডজন টেলিছবি

বিনোদন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২২

মেঘের আড়ালে।ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় চ্যানেল আই প্রচার করছে জনপ্রিয় নির্মাতাদের ১২টি টেলিছবি। এগুলো প্রচার হচ্ছে আজ ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত।
এরমধ্যে আজ ঈদের প্রথম দিন ১৩ সেপ্টেম্বর প্রচার হবে ‘মেঘের আড়ালে’। টেলিফিল্মটির রচনা ও পরিচালনা করেছেন জেড এইচ মিন্টু। অভিনয়ে মৌসুমী, রিয়াজ, বাঁধন প্রমুখ। প্রচার হবে বেলা ১১টা ৩০ মিনিটে।
কাল ঈদের দ্বিতীয় দিন বিকাল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘শাকিলের ডানা দোয়েলের শিষ’। রচনা প্রসূন রহমান ও পরিচালনায় মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, মিলা হোসেন, সাবিলা নূর প্রমুখ।
কখনো কখনো।ঈদের তৃতীয় দিন ‘কখনো কখনো’। রচনা ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে জাহিদ হাসান, তিশা, আরফান নিশো প্রমুখ। প্রচার হবে বিকাল ২টা ৩০ মিনিটে।
একই দিন বিকাল সাড়ে চারটায় প্রচার হবে ‘সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না’। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।
ঈদের চতুর্থ দিন টেলিছবি ‘জিনিয়াস’। রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান। অভিনয়ে মোশাররফ করিম, চন্দ্র মনি, ফারুক আহমেদ, সোহেল খান, মারজুক রাসেল, সুমন পাটওয়ারী প্রমুখ। প্রচার হবে বিকাল ২টা ৩০ মিনিটে।
জিনিয়াস।একই দিন বিকাল সাড়ে চারটায় হবে ‘লেগে থেকো রোমিও’। রচনা হামেদ হাসান ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয়ে মিশু সাব্বির, শনবম ফারিয়া, ফারুক আহমেদ, মিলন ভট্টাচার্য প্রমুখ।
ঈদের পঞ্চম দিন বেলা আড়াইটায় প্রচার হবে ‘ডেসটিনেশন-টু’। রচনা ও পরিচালনায় ফারদিন এহসান স্বাধীন। অভিনয়ে মৌসুমী, ওমর সানি, সুব্রত, রবিউল ইসলাম রবি, লুবাবা দিয়া প্রমুখ। একই দিন বিকাল সাড়ে চারটায় ‘চাঁদের শহর’। টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন রাজিব হাসান। অভিনয়ে মিথিলা, নীরব, শতাব্দী ওয়াদুদ, শিবলু প্রমুখ।    
চাঁদের শহর।ঈদের ষষ্ঠ দিন বেলা আড়াইটায় ‘জলবউ’। রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয়ে আজাদ, নীলা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
বিকাল সাড়ে চারটায় ‘জামাই অভিযান’। গীতালি হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন রবিন খান। অভিনয়ে তমা মির্জা, রওনক হাসান, আগুন, সিদ্দিক, ফার“ক হাসান, কুদ্দুস বয়াতী, শম্পা, সাগর, রাশেদ মামুন অপু, আল-আমিন, পুতুল প্রমুখ।
ঈদের সপ্তম দিন বেলা ১২টা ৫ মিনিটে প্রচার হবে ‘বিষন্ন প্রেম’। পরিচালনা করেছেন সিফাত ইসলাম। টেলিছবি উৎসবের শেষ হচ্ছে ‘আর যেন দেখা না হয়’ দিয়ে। মর্মর রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন মোহন খান, প্রচার হবে বিকাল ২টা ৩০ মিনিটে।
জল বউ।/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!