X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মাহি ফিরলেন অবশেষে

বিনোদন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৪

মাহিয়া মাহি। টিভি চ্যানেলের বিজ্ঞাপন বিরতি আর মাহিয়া মাহির শুটিংয়ে ফেরার খবরটি সমার্থক হয়ে গেছে। ‘ফিরছি শিগগিরই’- এই বলে দফায় দফায় ঢাকা-সিলেটে বিয়ের ঢাক বাজিয়েছেন ঢাকাই ছবির অন্যতম এই নায়িকা।
মাহির ফেরা-না ফেরার এমন খবরে কিছুটা চিন্তিতও হয়েছেন তার ভক্তরা। বলিরেখা দেখা গেছে তারসঙ্গে চুক্তিবদ্ধ থাকা প্রযোজক-নির্মাতা-অভিনেতাদের কপালেও।
তবে সেসব শংকা দূর করে টানা চার মাসের সংসার-বিরতি শেষে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে মাহি ফিরেছেন তার পুরনো কিংবা মূল অধ্যায়ে। ফের মহরত-লাইট-ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। মাহি তার নতুন ছবি ‘হারজিৎ’-এর মহরতে অংশ নিয়েছেন। রাজধানী উত্তরার সাত নম্বর সেক্টরে আনুষ্ঠানিক মহরত শেষে এর শুটিংও শুরু হয়েছে।
মহরত অনুষ্ঠানে মাহি ছাড়াও উপস্থিত ছিলেন তার নায়ক ছোটপর্দার বড় মুখ সজল। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
পরিচালক জানালেন, নতুন এ ছবিতে যুক্ত হয়েছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। দুজনেই এদিন মহরতে উপস্থিত হন। এসময় আরও ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।
ফেরা প্রসঙ্গে মাহি বলেন, ‘চলচ্চিত্রই আমার প্রাণ। অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। বেশ ভালো লাগছে।’
নিউজেন এন্টারটেইনমেন্টের ব্যানারে এবারই প্রথম বড় পর্দার জন্য হাজির হচ্ছেন সজল-মাহি জুটি।
এদিকে, ছবিটির জন্য অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করছেন সজল। গেল কয়েক মাস ধরে নাচ ও ফাইটের প্রস্তুতি নিচ্ছেন। কমিয়ে দিয়েছেন নাটকের কাজ।
সজল বলেন, ‘ছবি আগেও করেছি। তবে এই ছবিটি নিয়ে আমি সবচেয়ে আশাবাদী।’
মহরতে মাহি ও অন্যরা। উল্লেখ্য, মাহিয়া মাহির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’। গেল ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ।
অন্যদিকে সজল অভিনীত ‘রানআউট’ ছবিটি গত বছর মুক্তি পায়। তন্ময় তানসেনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী নাগ।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...