X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

স্টার প্লাসে ‌‘আজ রবিবার', শাওনের উচ্ছ্বাস এবং অস্বস্তি

সুধাময় সরকার
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৪

১ অক্টোবর রাত সাড়ে এগারোটায় ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার প্লাস-এ সম্প্রচার হবে বাংলাদেশের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘আজ রবিবার’ এর প্রথম পর্ব। নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় ১৯৯৬ সালের শেষ দিকে এই নাটকটি প্রথম প্রচার হয়েছিল বিটিভিতে। বছর দশেক আগে একই নাটক ফের প্রচার হয়েছিল বেসরকারি টিভি চ্যানেল আইতে।

স্টার প্লাসে ‌‘আজ রবিবার`, শাওনের উচ্ছ্বাস এবং অস্বস্তি। বিটিভি ও চ্যানেল আইয়ের পর এবার তৃতীয় দফায় নাটকটি প্রচার করবে স্টার প্লাস। বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করেন হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী, নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
খবরটি হ‌ুমায়ূন ভক্ত এবং স্টার প্লাস বিদ্বেষীদের জন্য বেশ স্বস্তিকর। কারণ, বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনও অনুষ্ঠান/নাটক ভারতের প্রভাবশালী টিভি নেটওয়ার্ক স্টার প্লাস কর্তৃপক্ষ প্রচারের উদ্যোগ নিয়েছে। চ্যানেলটি ‘আজ রবিবার’-এর হিন্দি ডাবিং শেষে ‘টুডে ইজ সানডে’ শিরোনামে এর প্রমোশনালও প্রচার শুরু করছে গেল রবিবার থেকে।
কেমন লাগছে? জবাবে শাওন বলেন, ‘একটু অস্বস্তি লাগলেও অনেকটাই উচ্ছ্বসিত আমি। হ‌ুমায়ূন ভক্ত হিসেবে খুবই আনন্দিত এই খবরে। খবর বলছি এই কারণে, আমি নিজেও বিষয়টি জানতাম না। এটা আমার কাছে সারপ্রাইজ ছিল। এর পুরো ক্রেডিট চ্যানেল আই ও স্টার প্লাস কর্তাদের। দুই পক্ষের উদ্যোগ এবং আগ্রহেই বিষয়টি হয়েছে।’
উচ্ছ্বাস নিয়ে শাওন আরও বলেন, ‘ওদের (ভারতের) সবই তো আমাদের এখানে ওপেন। কিন্তু আমাদের টিভি চ্যানেলগুলো ওখানে প্রায় বন্ধ। ফলে আমাদের একজন কিংবদন্তি সাহিত্যিক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদ প্রসঙ্গে তাদের খুব বেশি জানার সুযোগ নেই। একটু দেরিতে হলেও ভারত তথা স্টার প্লাস নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের প্রায় ১৫০টি দেশের দর্শকরা বাংলাদেশের  এই নাটক এবং হ‌ুমায়ূন আহমেদকে জানতে পারবে নতুন করে। এটা কম প্রাপ্তি নয়।’
তাহলে এখানে অস্বস্তির যায়গাটা কোথায়? জবাবে শাওন বলেন, ‘‘আছে। আমি তো মাছে-ভাতে-পোশাকে-মননে-ভাষায় আপাদমস্তক বাঙালি। ‘আজ রবিবার’ সেই নাটক যেখান থেকে আমার এবং অনেকের পুনর্জন্ম হয়েছে। এটি সেই নাটক, যার পরতে পরতে রয়েছে বাংলায় লেখা হ‌ুমায়ূন আহমেদের অমৃত অক্ষর-বাণী। যে নাটক দেখে এখনও অসংখ্য মানুষ হাসে-কাঁদে। সেই নাটকটির অসাধারণ সংলাপগুলো এবার হিন্দিতে শোনা যাবে। পর্দায় আমি এবং অন্যদের দেখবো হিন্দি ভাষায় ডায়লগগুলো বলতে! শুধু এটুকুর জন্য খানিক অস্বস্তি লাগছে। হিন্দি ভাষার প্রতি আমার কোনও ক্ষোভ নেই, তবে বাংলাটাকে আপনের চেয়েও ভালোবাসি বলেই হয়তো মনের মধ্যে একটু খচখচ করছে। এটা আমার ছেলেমানুষি হয়তো।’’
ইউটিউব থেকে দেখতে পারেন ‘আজ রবিবার’-

চিত্রনাট্য ঠিক রেখে নাটকটি স্টার প্লাস কর্তৃপক্ষ রিমেক করলে আরও ভালো হতো না? কারণ, নাটকটির বর্তমান প্রিন্টের অবস্থা তো তেমন ভালো নয়। বাংলার ওপর হিন্দি ডাবিংটাও আরামদায়ক হওয়ার কথা নয়। শাওন এমন প্রসঙ্গের বিরোধিতা করেন। বলেন, ‘দেখুন হ‌ুমায়ূন আহমেদের বানানো নাটক বেশ কটি রিমেক বানিয়েছি আমি। গেল ঈদেও করেছি। সত্যি করে বলি, যতই আধুনিক সুবিধা আর বর্ণীল আয়োজন নিয়ে রিমেক করি না কেন, আসলটাকে কেউ কোনওদিন অতিক্রম করতে পারে না। তবে স্টার প্লাস আসলটাই প্রচার করতে চেয়েছে- ওরাও নিশ্চয় বিষয়টি অনুধাবন করেছে।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালে শেষের দিকে বিটিভিতে প্রচার হয় হ‌ুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’। এতে অভিনয় করেন আবুল হায়াত, আলী যাকের, সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, শিলা আহমেদ, আবুল খায়ের, ফারুক আহমেদ প্রমুখ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি