X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাইকেলে সাহানা এবং কিছু প্রশ্ন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৫আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৩১

সাইকেলে সাহানা! আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে/ আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে?- কণ্ঠে এমন প্রাসঙ্গিক প্রশ্নের জবাব খুঁজতে কলকাতার পথে-প্রান্তরে ছুটছেন সাহানা বাজপেয়ী।

কখনও শহর থেকে একটু দূরে কাশবনে ঘাসে পা মাড়িয়ে, কখনও যমুনার বুকে জাহাজে, কখনওবা কলকাতার পিচঢালা পথে সাইকেলে- যেনো আবেগী অবিরাম সাহানা। প্রশ্নের কাঙ্ক্ষিত জবাব পেয়েছেন? জবাবে বললেন, ‘আসলে এই প্রশ্নটা নিজেকে নিজেই করেছি। অন্য কাউকে নয়। কারও কাছে আমার কোনও প্রশ্ন নেই। ফলে যা পাচ্ছি, সেটা নেহায়েত ভালোবাসা। জবাব নয়, ভালোই সাড়া পাচ্ছি।’
প্রসঙ্গ সদ্য প্রকাশিত সাহানা বাজপেয়ীর নতুন মিউজিক ভিডিও ‘আমার হাত বান্ধিবি’। যা ২৭ সেপ্টেম্বর অন্তর্জাল তথা ইউটিউবে মুক্ত করেছেন তিনি।
ভিডিওটি দেখে নিতে পারেন এই লিংকে:

দুই বাংলার অন্যতম জনপ্রিয় এই রবীন্দ্রসংগীতশিল্পী এবারই প্রথম লোকগানের অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন শ্রোতা সম্মুখে। গেল ২৭ সেপ্টেম্বর বেশ ঢাকঢোল পিটিয়ে ‘মন বান্ধিবি কেমনে’ শিরোনামের অ্যালবামটির মোড়ক উন্মোচন হলো। যেখানে হাসিমুখে হাজির ছিলেন অভিনেতা পরমব্রত, সংগীতশিল্পী স্বপন বসু, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, রিনি, সত্রাজিৎ সেনসহ অনেকেই। একই দিন অ্যালবামের শিরোনাম ভিডিওটি প্রকাশ পায় ইউটিউবে।      
অ্যালবামটি কলকাতার হিন্দুস্থান রেকর্ডস থেকে প্রকাশ পেয়েছে। অ্যালবামে তিনি কণ্ঠে তুলেছেন লালন সাঁই, শাহ আব্দুল কারিম, ভবা পাগলা, গিয়াসউদ্দিন আহমেদ এবং বিজিত লাল দাসের গান।

সাহানা জানান, তার এই তৃতীয় এককে ৮টি লোকগান রয়েছে।
অ্যালবামের মোড় উন্মোচন অনুষ্ঠানে। কিন্তু এটি তার তৃতীয় অ্যালবাম কেমন করে! অংকে হয়তো তা-ই। বাস্তবতা কি তাই? রবীন্দ্র থেকে বাউলমুখো সাহানা বললেন, ‘হ্যাঁ, এটা আমার প্রথম লোকগানের অ্যালবাম। তাই বলে ভাববার অবকাশ নেই- ইচ্ছে হলো আর ওয়ান ফাইন মর্নিং রবীন্দ্র থেকে লোকগানে লাফ দিয়েছি। যেটা হয় আরকি!’
সুন্দর শৈশব স্মৃতি হাতড়ে আরও বলেন, ‘‘সেই শৈশব থেকে শান্তিনিকেতনের বাউল দাদাদের কাছে লোকগান শিখেছি। মঞ্চে বরাবরই রবীন্দ্রর পাশাপাশি লোকগান করে আসছি। শায়ান (অর্ণব), আনুশেহ, বুনোদের নিয়ে শান্তিনিকেতনে ‘বাংলা’ ব্যান্ড করেছি। সেটির হয়ে গেয়েছি প্রচুর। ফলে লোকগান আমাকে শৈশব থেকেই জড়িয়ে রেখেছে। এ নিয়ে বাড়তি দুশ্চিন্তা করবেন না। ঘুমের ক্ষতি হবে।’’
সাহানা বাজপেয়ীর তৃতীয় একক অথবা প্রথম লোকগান ‘মন বান্ধিবি কেমনে’র সংগীত পরিচালনা করছেন কলকাতার গুণী দুই সংগীতকার স্যমন্তক সিনহা ও সত্যাকি ব্যানার্জি । কিছু গানে বাজিয়েছেন লন্ডনের ফোক গিটারিস্ট মাল ডারউইন এবং জ্যাজ মিউজিশিয়ান ইদ্রিস রহমান। সাহানা যোগ করেন, ‘কিছু গানে আবার ভীষণই লোকগানের চিরাচরিত যন্ত্রানুসঙ্গে সরাসরি গেয়ে রেকর্ড করেছি। যাতে লোকগানের আসল স্পিরিটটা শ্রোতারা অনুভব করতে পারেন।’
ভিডিওতে সাহানা বাজপেয়ী। সবমিলিয়ে নতুন অ্যালবাম, ভিডিও ও তার বর্তমান প্রসঙ্গে জানতে চাইলে বাজপেয়ী বলেন, ‘দেখুন এটা আমার জন্য আমার গান গাওয়ার পথে স্বাভাবিক পরিণতি। নাথিং আউট অব বক্স। এটা ঠিক, অন্য দুটি অ্যালবামের মতো এটিও যদি বাংলাদেশে প্রকাশ পেতো- তবে ভালোই লাগতো। এই ভালোলাগা ভাষার জন্য, অন্য কিছু নয়। আর ভিডিওতে সাইকেল বালিকা হিসেবে ভালোই সাড়া পাচ্ছি সমালোচকদের।’
‘মন বান্ধিবি কেমনে’র জন্য সাহানা বাজপেয়ী গেল প্রায় দুই মাস কলকাতায় অবস্থান করেছেন। অডিও অ্যালবাম আর ভিডিও প্রকাশের পর গতকাল (২৯ সেপ্টেম্বর) ফিরে গেছেন দূর লন্ডন শহরে-সংসারে।
/এমএম/

# তবুও সাহানার গানে বাংলাদেশ

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার