X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এশীয় চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ১৩:৪৫আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৩:৫৮

এশীয় চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে দুই দিনের চলচ্চিত্র উৎসব। আগামী ৩ ও ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চলবে এ ‘এশীয় চলচ্চিত্র উৎসব’।

‘রানওয়ে’ ছবির দৃশ্য উৎসবে ৭ জন এশীয় নির্মাতার নির্মিত সমসাময়িক ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব।
আয়োজরা জানান, ৩ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মফিজুর রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন নায়করাজ রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা ফেরদৌস।
উৎসবটি চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।
প্রথমদিন অর্থাৎ সোমবার প্রদর্শিত হবে ‘হাউজ অফ ফ্লাইং ড্যাগার্স’ (চীন)-দুপুর ১টা ৩০মিনিট, ‘থ্রি আয়রন’ (দক্ষিণ কোরিয়া) বিকাল ৪টা এবং ‘পিকে’ (ভারত) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। আর মঙ্গলবার থাকছে ‘ইন দ্যা মুড ফর লাভ’ (হংকং) সকাল ১১টা, ‘আ সেপারেশন’ (ইরান) দুপুর ১টা ৩০ মিনিট, ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (জাপান) বিকাল ৪টা এবং ‘রানওয়ে’ (বাংলাদেশ) ৬টা ৩০ মিনিটে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল