X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার আরটিভি’র চলচ্চিত্র নির্মাণে রাজ

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৮:৩৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৮:৪৫

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্টরা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। যার চলচ্চিত্র যাত্রা হয় এনটিভি প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘প্রজাপতি’ দিয়ে। এতে অভিনয় করেন জাহিদ হাসান-মৌসুমী। এরপর তিনি নির্মাণ করেন চ্যানেল নাইন প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ছায়া-ছবি’। মুক্তি প্রতিক্ষীত এই ছবিটিতে অভিনয় করেন পূর্ণিমা-শুভ জুটি।

ভিন্ন ভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মাঝে ‘তারকাঁটা’ ও ‘সম্রাট’ নামের আরও দুটি ছবি নির্মাণ করেন রাজ।

এবার তিনি নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছে আরটিভি’র বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায়। এনটিভি-চ্যানেল নাইনের মতো এটিও চ্যানেলটির প্রথম চলচ্চিত্র প্রযোজনা। ছবিটির নাম ‘তুমি যে আমার’।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে আরটিভি’র সঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আরটিভির মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) হাবীব ভূঁইয়া,  বার্তা প্রধান লুৎফর রহমান, বিক্রয় ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, আরটিভি অনলাইন প্রধান বার্তা সম্পাদক আনোয়ার হক, সহকারি মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) সৈয়দ সাবাব আলী আরজু, সহকারি মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোজাম্মেল হোসেন  প্রমুখ।
এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন,“দর্শকদের নির্মল বিনোদনের জন্য আমরা চলচ্চিত্র নির্মাণে যাচ্ছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। আশা করি ‘তুমি যে আমার’ সিনেমাটি দর্শক নন্দিত হবে।”
মুহম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “সম্পূর্ণ মৌলিক একটি গল্প নিয়ে ‘তুমি যে আমার’ নির্মাণ করতে যাচ্ছি। অভিনয় শিল্পীদের নাম এখনই প্রকাশ করছি না। আয়োজন করেই জানানো হবে। ধন্যবাদ বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর আরটিভিকে এ চলচ্চিত্রটি প্রযোজনা করার জন্য।”
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)