X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পূজায় বিশ্বজিৎ: অস্ট্রেলিয়া হয়ে ভারত

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১৫:১৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১২:৫৪

কুমার বিশ্বজিৎ। ছবি: সাজ্জাদ। চলমান দুর্গাপূজা উৎসব নিয়ে এবার নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের লম্বা প্রস্তুতি। গেল এক মাস ধরেই চলছে সেই প্রস্তুতিকে বাস্তবে রূপ দেওয়ার বিবিধ উদ্যোগ। এরমধ্যে একটি হচ্ছে শ্রোতা-দর্শকদের জন্য, অন্যটি একান্তই পারিবারিক। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আজ  শনিবার এসব জানালেন তিনি নিজেই।

বললেন, ‘অনেক বছর পর এবারের পূজা উৎসবটা আমার কাছে খুব আনন্দের মনে হচ্ছে। এবার আমার আনন্দ অস্ট্রেলিয়া-বাংলাদেশ হয়ে ভারত পর্যন্ত পৌঁছাবে।’

স্বাভাবিক, শ্রোতা-দর্শকদের জন্য তিনি পূজার যে পরিকল্পনা করেছিলেন সেটি এরমধ্যেই বাস্তবায়ন করেছেন। গেল শুক্রবার সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছেন অস্ট্রেলিয়ায় চিত্রায়িত তার গাওয়া গানের নতুন একটি ভিডিও।

গানটি বিশ্বকবির ‘ওগো বিদেশিনী’। পূজা উপলক্ষে সেই গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ হলো এবার। পুরো ভিডিওটি নির্মিত হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন ও সিডনিতে। আশিকুর রহমানের নির্দেশনায় এতে কুমার বিশ্বজিৎ ছাড়াও গিটার হাতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী ইফতি। আর ভিডিওর দৃশ্যে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দৃষ্টিনন্দন স্থান।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘বিশ্বকবি বাঙালির আত্মার আত্মীয়। গানটি গাইলাম তাকে সম্মান দেখানোর জন্যই। আর ভিডিওটি ক’দিন আগে অস্ট্রেলিয়া থেকে অনেক পরিশ্রম করে নির্মাণ করেছি। উদ্দেশ্য একটাই, আমার শ্রোতা-দর্শকদের পূজার উপহার দেওয়া। সবাইকে পূজার শুভেচ্ছা।’

‘ওগো বিদেশিনী’ ভিডিওটির ইউটিউব লিংক নিম্নে:

এদিকে পূজার ভিডিও উপহার ছাড়া এই উৎসবের জন্য পারিবারিক একটা পরিকল্পনাও করেছেন কুমার বিশ্বজিৎ। যেটি বাস্তবায়ন হচ্ছে কাল থেকে। তিনি জানান, কাল (রবিবার) দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ছেন স্ত্রী-পুত্রকে নিয়ে। দুইদিন থেকে যাবেন কলকাতায়। সেখানে আরও দুইদিন থেকে ১৩ অক্টোবর নাগাদ দেশে ফিরবে বিশ্বজিৎ পরিবার।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমি তো গাইতে গাইতে সারাবিশ্ব ঘুরে বেড়াই। স্ত্রী-সন্তানকে সে অর্থে সময় দেওয়া হয় না। তাই এবার পূজার উৎসব দিল্লি টু কলকাতায় ঘুরে কাটাতে চাই। এই পরিকল্পনা আমার অনেক বছরের। তবে এবার সেটি বাস্তবায়ন হচ্ছে ভেবে ভালো লাগছে।’

স্ত্রী-পুত্রের সঙ্গে ঢাকার স্টার সিনেপ্লেক্সে কুমার বিশ্বজিৎ। /এস/এমএম/

সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ