X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

টিভিতে দুর্গোৎসব

বিনোদন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ০০:০০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৪:১০

 

শুভ বিজয়া দশমী আজ (মঙ্গলবার)। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ আয়োজনে দেশের টিভিগুলো বিশেষ অনুষ্ঠানমালা রেখেছে। নাটকের পাশাপাশি থাকছে গান ও আলোচনা অনুষ্ঠান। দশমীর আলোচিত কিছু অনুষ্ঠান তুলে ধরা হলো-

সিঁদুর নাটকে নিশো ও ঊর্মিলা
সিঁদুর: ‍

পূজার বিশেষ নাটক এটি। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয়ে আছেন আফারন নিশো, ঊর্মিলা শ্রাবন্তীকর, সমিরা খান মাহিসহ অনেকে। রাত ৮টা ২০ মিনিটে এটি প্রচার হবে আরটিভিতে।
সেরা প্রতিমা সেরা মণ্ডপ:

বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে রিয়েলিটি শো ‘সেরা প্রতিমা সেরা মণ্ডপ- সিজন থ্রি’।
রাজধানী এবং ৬ বিভাগীয় শহরের উলে­খযোগ্য পূজামণ্ডপগুলোর ওপর প্রতিযোগিতাটি চলছে। সাজসজ্জা, প্রতিমা এবং মন্ডপের অন্যান্য নান্দনিকতার ওপর বিচার করে সেরা মণ্ডপ নির্বাচিত হবে। এটির উপস্থাপনা করছেন ড. সৌমিত্র শেখর।
পলাশ মাহবুবের পরিচালনায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে রাত ৯টায়।

আঁধারে আলো নাটকে সাদিয়া ইসলাম মৌ
আঁধারে আলো:

দেশ টিভিতে এটি প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চিত্রনাট্য ও পরিচালনায় নাহিদ আহমেদ পিয়াল। এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ শাহাদাত হোসেন, চৈতী।

আজ সকালের গান:
সকাল ৮টা ২০মিনিটে প্রচার করবে ‘আজ সকালের গান’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী রথীন্দ্রনাথ রায়। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। প্রচার হবে এটিএন বাংলায়।

হারানো দিনের কথা নাটকে মিলা ও সজল
হারানো দিনের কথা:
বাংলাভিশনে প্রচারিত হবে রাত ৯টা ০৫মিনিটে। এই নাটকটিতে অভিনয় করেছেন সজল, মিলা, লায়লা হাসান প্রমুখ।


বিজয়া দশমী:
রাত ১১টায় থাকছে এ সংগীতানুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। পূজা সেনগুপ্তের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাবেদ ইকবাল তপু। প্রচার হবে মাছরাঙায়। বিজয়া দশমীর অনুষ্ঠানে কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার
/এম/

 

 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...