X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গঙ্গা-যমুনা উৎসব, উৎসর্গে সৈয়দ হক

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৬, ০০:০৩আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ০০:০৩

সৈয়দ শামসুল হক। ছবি: সাজ্জাদ। আজ (২১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দুই বাংলার সাংস্কৃতিক আয়োজন ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’।

শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১০ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

পঞ্চমবারের মতো আয়োজিত এ উৎসবটি এবার উৎসর্গ করা হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।
৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। এবারের আয়োজনের মূল আকর্ষণ ভারতীয় নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদার ও প্রবীর গুহের উপস্থিতি।
উৎসবের আহ্বায়ক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, ৩০টি নাট্যদলসহ আবৃত্তি, নৃত্য ও পথনাটকের ৮৫টি দল অংশ নেবে এবার। সৈয়দ হকের লেখা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘ম্যাকবেথ’ (অনুবাদ) ও ‘ঈর্ষা’ নাটকগুলো এবারে সূচিতে থাকছে।
আর উদ্বোধনীতে মঞ্চায়ন হবে ভারতের হযবরল নাট্যদলের নাটক ‘ঈপ্সা‌’। দেশটির অনীক নাট্যদল ও লিভিং থিয়েটার অংশ নিচ্ছে এবারের আয়োজনে।
মঞ্চনাটকগুলো মঞ্চায়িত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন, স্টুডিও থিয়েটার মিলনায়তন এবং নৃত্য ও সংগীত মিলনায়তনে। উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ৫২টি সংগঠনের আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথ নাটক থাকবে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়, ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া