X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আমি রোমান্টিক মেয়ে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১৬:০৩আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৮:৪৮

শ্রুতি হাসান নিজেকে ‘রক তারকা’ নয়, ‘রোমান্টিক মেয়ে’ বলে ভাবতেই বেশি পছন্দ করেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি টিভি শো দিওয়ালি বিটস-এ নিজের সম্পর্কে এমন তথ্যই ফাঁস করলেন এ বলিউড তারকা।
শ্রুতি বলেন, ‘আমি সম্পূর্ণ রোমান্টিক, তবে এটি কিছু বিষয়ের ওপর নির্ভর করে। এর জন্য উৎসাহেরও প্রয়োজন। সহকর্মী যদি বোকা ধরনের হন, তবে তাদের সঙ্গে আমি রোমান্টিক হতে পারি না। আমাকে দেখে লোকজন ভাবে আমার রক কনসার্টে অংশ নেওয়া দরকার। বডিগার্ড ছবির আই লাভ ইউ গানটি আমি পছন্দ করি কারণ এর মধ্যে কিছু সরলতাও আছে আবার মজাও আছে।’ 
‘গাব্বার ইজ ব্যাক’ ছবির সহ-অভিনেতা অক্ষয় কুমারকে নিজের উৎসাহদাতা হিসেবে উল্লেখ করেছেন শ্রুতি। তিনি বলেন, ‘অক্ষয় কুমারের সঙ্গে কাজ করাটা বিস্ময়ের। জীবনকে তিনি যেভাবে দেখেন আর তিনি যতটা নিয়মানুগ তা দেখে আমি হতবুদ্ধি হয়ে যাই। সত্যিই তিনি প্রেরণাদাতা।’
উল্লেখ্য, বিখ্যাত তারকা জুটি কমল হাসান ও সারিকার মেয়ে শ্রুতি তার অভিনয়ের অভিষেক হয় তামিল-হিন্দি দ্বৈত ভাষার ‘হে রাম’-এর মধ্য দিয়ে। ছবিটিতে বল্লভভাই প্যাটেলের কন্যা চরিত্রে বিশেষ শিল্পী হিসেবে হাজির হন তিনি। এই সিনেমাটি নির্মিত হয় মহাত্মা গান্ধীকে হত্যার চেষ্টার কাহিনির ওপর ভিত্তি করে। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা কমল হাসান। ২০০৭ সালের শেষের দিকে শ্রুতি তার পূর্ণ অভিষেক ঘটান নিশিকান্ত কামাত পরিচালিত মাধবানের বিপরীতে।
সূত্র: এনডিটিভি

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা