X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘আমি আগুনে ঘি ঢালতে চাই না’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ০৮:৩১আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ০৮:৩১

কালকি কোয়েচলিন। বলিউডে পাকিস্তানিদের অভিনয় করা নিয়ে মন্তব্য করে আগুনে ঘি ঢালতে চান না অভিনেত্রী কালকি কোয়েচলিন। তিনি বলেছেন, আমি আগুনে ঘি ঢালতে চাই না। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছে।

কালকি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা একটি আন্তর্জাতিক জগতে বাস করছি এবং সারা বিশ্বজুড়েই ভারতীয়রা বাস করছেন। আমরা যদি সব ভারতীয় প্রবাসীকে দেশে চলে আসতে বলি তাহলে তাদের আমরা থাকার জায়গা দিতে পারব না।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘একই ভাবে, আমিসহ যদি অন্য দেশের কোনও মানুষ আমাদের দেশে বাস করেন, যারা জন্মসূত্রে বিদেশি কিন্তু ভারতেই জন্ম ও বড় হয়েছেন। তাদের দেশ কোনটি? আমি যদি এ দেশের মানুষ না হই তাহলে জানি না আমি কোন দেশের নাগরিক। সুতরাং, আমি মনে করি, এটা বুঝতে পারা অনেক গুরুত্বপূর্ণ।’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির একটি সেনা ঘাঁটিতে হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা শুরু হয়। এরপর দাবি ওঠে, ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেতাদের না নেওয়ার জন্য। এমনকি প্রেক্ষাগৃহ মালিকরা ঘোষণা দেন, ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কোনও চলচ্চিত্র তারা প্রদর্শণ করবেন না। এ বিষয় নিয়ে ভারতের চলচ্চিত্র মহল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এ দাবির বিপক্ষের মানুষেরা মনে করেন, পাকিস্তানের অভিনেতাদের বাদ দেওয়াটাই সমাধান নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা