X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বলিউডে পাকিস্তানি শিল্পীরা আজীবন নিষিদ্ধ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ১৪:৪৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৯:২৫

ফাওয়াদ খান ও মাহিরা খান। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ ও মাহিরাকে নিয়ে নির্মিত করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির বিষয়ে শেষ পর্যন্ত রাজি হয়েছে মহারাষ্ট্র নবসেনা। বিতর্কিত ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে ছবিটি মুক্তি পেলেও পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খানের ওপর বলিউডে নিষেধাজ্ঞা বহালই থাকছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, এই দুই অভিনয়শিল্পীকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলিউডে! দ্রুতই তা প্রত্যাহারের কোনও সুযোগ নেই।

মহরাষ্ট্র নবসেনার প্রধান শালিনি থ্যাকার জানান, মাত্র তিনটি চলচ্চিত্রের বিষয়ে সমঝোতা হয়েছে। তিনি বলেন, আলোচনা হয়েছে নির্দিষ্ট তিনটি ছবি নিয়ে এবং আমাদের সিদ্ধান্ত এ তিনটি ছবির ক্ষেত্রেই প্রযোজ্য। ছবিগুলো হচ্ছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রইস’ ও ‘ডিয়ার জিন্দেগি’।

শালিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করেছি, পাকিস্তানি শিল্পী, টেকনিশিয়ান ও গায়কদের পুরোপুরি নিষিদ্ধ করতে চাই। আমরা নিশ্চিত করবো যেন কোনও পরিচালকই পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করতে না পারেন। এমনকি উভয় দেশের সম্পর্কের উন্নতি ঘটলেও। এটার কোনও মেয়াদ নেই, আজীবন বহাল থাকবে।’

সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনায় পাকিস্তানি শিল্পী ফাওয়াদকে নিয়ে নির্মিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি জটিলতায় পড়ে। অবশেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মধ্যস্ততায় নবসেনার সঙ্গে ছবির পরিচালক ও প্রযোজক সমঝোতায় পৌঁছালে মুক্তির বিপদ কেটে যায়। যদিও এ সমঝোতা নিয়ে পুরো ভারতে বিতর্ক চলছে।

সূত্র: জি-নিউজ।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’