X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জন্মদিনে বন্ধুদের আয়োজন

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ০০:০৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০০:০৬

আজাদ আবুল কালাম অভিনেতা আজাদ আবুল কালামের বন্ধুদের ভাষ্যটা এমন- ‘পুরোদস্তুর একজন নাটকের মানুষ আজাদ আবুল কালাম। মঞ্চ নাটক থেকে শুরু করে টিভি নাটক-চলচ্চিত্র, রচনা থেকে শুরু করে অভিনয়, পরিচালনাসহ প্রতিটি ক্ষেত্রেই তার সমান দক্ষতা। তাই তার বিশেষ দিন মানে আমাদেরও উৎসবের দিন।’
ছোটবেলাতে নাট্যদল আরণ্যকের সঙ্গে যুক্ত হন আজাদ আবুল কালাম। পরবর্তীতে ‘প্রাচ্যনাট’ প্রতিষ্ঠা করেন নিজেই। এই নাট্যব্যক্তির ৫০তম জন্মবার্ষিকী আজ ২৬ অক্টোবর (বুধবার)। এ উপলক্ষে ‘তারুণ্য ও তাড়নার ৫০: আজাদ আবুল কালাম’ শিরোনামে একটি উৎসবের আয়োজন করেছে তার নাট্যবন্ধুরা।
হ্যাঁ, আজ এ অভিনেতা-নির্দেশকের জন্মদিন। শুভ জন্মদিন আজাদ আবুল কালাম।
দিনটিকে ঘিরে নানা আয়োজন করেছে নাট্যদল ‘প্রাচ্যনাট’ ও তার কাছের বন্ধুরা। থাকছে টানা তিন দিনের আয়োজন।
আয়োজনটি হবে রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে।
আজ বুধবার বিকাল ৫টায় তাকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হবে উৎসব। সন্ধ্যায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘সার্কাস সার্কাস’। এটি রচনা করেছেন আজাদ আবুল কালাম।
একই মিলনায়তনে কাল বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে উদীচী প্রযোজিত নাটক ‘বৌবসন্তী’। এটি রচনা করেছেন রতন সিদ্দিকী।
জাতীয় নাট্যশালায় শুক্রবার থাকবে দিনব্যপী আয়োজন। সকাল ১০টায় শুরু হবে আজাদ আবুল কালামের সঙ্গে বন্ধুদের আড্ডা, বিকাল তিনটায় উন্মুক্ত বৈঠক: জানা-অজানার আজাদ আবুল কালাম এবং সন্ধ্যায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘কইন্যা’। এটি রচনা করেছেন মুরাদ খান।
তিনটি নাটকেরই নির্দেশক আজাদ আবুল কালাম।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার