X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইমন-হিমির ‘আমি ডিভোর্স চাই’

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৪:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:০৪


ইমন ও হিমি ‘আমি ডিভোর্স চাই না। কারণ প্রাণের চেয়েও তাকে ভালোবাসি। সমস্যা একটাই, সে আমাকে উঠতে-বসতে সন্দেহ করে।’ গতকাল মঙ্গলবার কথাগুলো উত্তরার এক থানায় বসে কর্তব্যরত পুলিশ অফিসারকে বলছিলেন অভিনেতা ইমন। পাশেই বসে ছিলেন তার সদ্য বিবাহিতা স্ত্রী হিমি!

মূলত তিনি ইমনের সঙ্গে ঝগড়া করে সোজা থানায় এসেছেন। পুলিশকে বলেছেন, ‘আমি তার সঙ্গে সংসার করতে চাই না। বিচ্ছেদ চাই। আপনারা ব্যবস্থা নিন।’
স্বামী-স্ত্রীর এমন বিবাদে বিপাকেই পড়েছেন থানা কর্মকর্তা। মঙ্গলবার প্রায় সারাদিন লেগেছে এই দাম্পত্য কলহ মেটাতে। এ প্রসঙ্গে ইমনের সঙ্গে বুধবার সকালে যোগাযোগ করা হলে তিনি আসল ঘটনায় না গিয়ে প্রথমেই বলেন, ‘যাই বলেন না কেন, কাল সারাদিন থানায় থেকে দারুণ অভিজ্ঞতা হয়েছে। হিমিও শেষ পর্যন্ত বুঝতে পেরেছে আমি তাকে কতটা ভালোবাসি!’
কিন্তু হিমির সঙ্গে আপনার বিবাদ কিংবা সন্দেহের সূত্রপাত কোথা থেকে? যার কারণে হিমি গেলেন সোজা থানায়। স্পষ্ট ভাষায় বললেন- ‘আমি ডিভোর্স চাই’!
ইমন বলেন, ‘কী বলবো! সমস্যা তো শুরু থেকেই। তার প্রথম কথা হলো- সে আমাকে বিয়ে করতে চায়নি। আমি নাকি তার স্বপ্নের পুরুষ না! পরদিন সকালে আমি ওর (হিমি) জন্য একটা দামি শাড়ি এনেছি। অথচ সে আমার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বলে- এটা নাকি আমি অন্য কোনও মেয়ের জন্য আগেই কিনেছি! আজব সন্দেহ। আমিও খেপে যাই একটা সময়। তারপর সোজা সে থানায়। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে।’
উপরের ঘটনাটি অভিনেতা ইমনের সঙ্গে আলাপ করে ‘আমি ডিভোর্স চাই’ নাটকের চিত্রনাট্য থেকে নেওয়া। এটি রচনা ও পরিচালনা করছেন সঞ্চয় বড়ুয়া। নাটকের দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন ও হিমি। এতে ইমনের নাম রাফি এবং হিমি অভিনয় করছেন সিনথিয়া চরিত্রে। মঙ্গলবার নাটকটির কাজ হয় উত্তরার একটি শুটিং হাউজে। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, নাজনীন হাসান চুমকী, স্মরণ সাহাসহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্পটা অসাধারণ। খুব মজা পেয়েছি কাজটি করে। নাটকের প্রায় পুরোটাই হয়েছে থানায়। আশা করছি, ভালো কিছু হবে।’

এদিকে ইমন সম্প্রতি ফ্রান্সের প্যারিসে স্বপন আহমেদের নির্দেশনায় টেলিমুভি ‘প্যারিসের চিঠি’র কাজ শেষ করে এসেছেন। এছাড়া একই পরিচালকের ‘পরবাসিনী’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনও তো প্রেম হয়’ ও মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালোবাসা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে আগামী ২৫ নভেম্বর কলকাতায় মুক্তি পাবে হিমি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হঠাৎ দেখা’। সঙ্গে টিভি নাটকের ব্যস্ততা তো রয়েছেই। হিমি, চুমকী ও ইমন
/এমএম/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল