X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চঞ্চলের প্রশ্ন: কে জিতবে এই খেলা?

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৫:৩২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২০:০৩

‘আয়নাবাজি’তে চঞ্চল চৌধুরী। ‘মনপুরা’র পর ‘আয়নাবাজি’ দিয়ে ফের বাজিমাত করলেন চঞ্চল চৌধুরী। ছবিটি সুপারহিটের পথেই হাঁটছে ক্রমশ। যদিও সেই পথে পায়ে বিঁধলো ‘পাইরেসি’ নামক চোরকাঁটা। বিষয়টি নিয়ে ‘আয়নাবাজি’ সংশ্লিষ্টরা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন তেমনি অন্যরাও।

ছবির নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তো অভিমানে সিনেমা শিল্প থেকে অব্যাহতি নেওয়ারও ঘোষণা দিয়েছেন! এদিকে আজ বুধবার দুপুরে বিষয়টি নিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করলেন চঞ্চল চৌধুরী। যেখানে তিনি প্রশ্ন তুলেছেন এই বলে, ‘আসলে আমরাই আমাদের বন্ধু, আমরাই আমাদের শত্রু। কে জিতবে এই খেলা? বন্ধু নাকি শত্রু?’
ওই ভিডিওবার্তায় চঞ্চল আরও বলেন, ‘‘আয়নাবাজি’ পাইরেসি হয়ে গেছে। ফেসবুকের ওয়ালে কেউ কেউ শেয়ার করছেন। এটা খুবই দুঃখজনক। ছবিটি মুক্তির আগে এটা ছিল আমাদের (যারা এটার সঙ্গে সরাসরি জড়িত ছিলাম) সম্পত্তি। মুক্তির পর এটা সারাদেশের মানুষের সম্পত্তি। তাই এখন এটা রক্ষা করার দায়িত্ব আমরা যারা সিনেমার দর্শক তাদের।
আপনাদের কাছে একটা অনুরোধ- আপনারা ফেসবুকের ওয়ালে দেওয়া পাইরেসির ‘আয়নাবাজি’ দেখবেন না। আপনরা হলে গিয়ে টিকিট কেটে ছবিটি দেখেন।
এখন দায়িত্ব আপনাদের। আপনারা যদি টিকিট কেটে হলে গিয়ে ‘আয়নাবাজি’ দেখেন তো ছবিটি বাঁচবে, বাংলাদেশের সিনেমাও বাঁচবে।’’
চঞ্চল আরও বলেন, ‘‘আরেকটা কথা বলি, এই ‘আয়নাবাজি’ মুক্তির সময় আমাদের প্রতিজ্ঞা ছিল একটাই- সবাই টিকিট কেটে ছবিটি দেখবো।
আমি এ পর্যন্ত পাঁচ দিন হলে গিয়েছি। পরিবার ও বন্ধুদের নিয়েদল বেঁধে গিয়েছি। আমি কিন্তু নিজের পকেটের টাকায় টিকিট কেটে প্রতিটি শো দেখেছি।
কারণ আমরা সবাই চাই সিনেমা শিল্পটি বেঁচে উঠুক। এবং সেটার পেছনে সবচেয়ে বড় অবদান আপনাদের। আপনারা ‘আয়নাবাজি’কে বাঁচিয়ে রেখেছেন এবং রাখবেন। আপনারা যদি হলে এসে টিকিট কেটে আয়নাবাজি দেখেন তাহলে আমাদের সিনেমা শিল্প বাঁচবে।’
এই ভিডিওবার্তায় চঞ্চলের শেষ আহ্বান ছিল এমন, ‘আসুন পাইরেসি প্রতিরোধে আমরা সবাই এক হই।’
ভিডিওটি দেখতে পারেন এখানে ক্লিক করে।

 
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল