X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আয়োজন করে আসছে ফেরদৌস-জয়ার ‘পুত্র’

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ১৬:৩৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৬:৪৭

জয়া ও ফেরদৌস পুত্র। ফেরদৌস ও জয়া আহসানের নতুন ছবি। ছবিটির বিষয়বস্তু বেশ আলাদা। অটিস্টিক বাচ্চাদের সমস্যা ও এর প্রতিকারের উপায় নিয়ে নির্মিত হয়েছে এটি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে নির্মিত এই ছবির নির্বাহী প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
ইমপ্রেস সূত্রে জানা যায়, আগামীকাল (মঙ্গলবা) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার প্রদর্শনী হবে। সেখানে আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। 
আরও জানা যায়, নভেম্বরেই ছবিটির মুক্তি হতে পারে। তবে তার আগে বেশ বড় আয়োজনে ছবিটির প্রচারণা চালোনো হবে। যেন অটিজম বিষয়ে সচেতনতা তৈরি হয়। এরপর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে এটি। পরবর্তীতে চ্যানেলই আইতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

এদিকে, ছবিতে মূল অভিনয়শিল্পীরা ছাড়াও কয়েকজন শিল্পী স্বনামেই অতিথি হিসেবে উপস্থিত হবেন। এরমধ্যে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও গায়িকা মেহরীন।

হারুন রশীদের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের এ ছবিতে আরও অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, শর্মীমালা, শিশুশিল্পী লাজিম, লায়লা হাসান, সাবেরী আলম, শ্যাওতি, আহসান হাবীব নাসিম, করভী মিজান, আল মামুন, রাজীব সালেহীন প্রমুখ।
ছবিটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়