X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
স্ট্যালোন নন

‘র‌্যাম্বো’ হচ্ছেন অন্য কেউ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ নভেম্বর ২০১৬, ০০:০০আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০০:০০

‘প্রাক্তন’ র‌্যাম্বো স্ট্যালোন ১৯৮২ সালে সিলভেস্টার স্ট্যালোন ‘ফার্স ব্লাড’ চলচ্চিত্রে জন র‌্যাম্বো হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এই সিরিজের পরবর্তী চলচ্চিত্রগুলো র‌্যাম্বো হিসেবে মানুষ চেনে।
সর্বশেষ ২০০৮ সালে নির্মিত এসে নির্মিত হয় চতুর্থ ছবি। এবার ঘোষণা দেওয়া হয়েছে নতুন করে র‌্যাম্বো সিরিজের ছবি নির্মাণের।
প্রায় ২৫ বছর র‌্যাম্বো সিরিজের সঙ্গে জড়িত থাকলেও পুনর্নির্মিত র‌্যাম্বোতে থাকছেন না স্ট্যালোন। অভিনয় কিংবা প্রযোজনা কিছুতেই না।
জানা গেছে, র‌্যাম্বো রিবুট সিরিজের প্রথম ছবির নাম রাখা হয়েছে ‘র‌্যাম্বো: নিউ ব্লাড’। ফার্স্ট ব্লাড অবলম্বনে চিত্রনাট্য লিখছেন ব্রুকস ম্যাকলারেন। আর পরিচালনা করবেন অ্যারিয়েল ভ্রমেন।
র‌্যাম্বো ফ্র্যাঞ্চাইজি ঘোষণা দিয়েছেন, জেমস বন্ড সিরিজের মতোই তারা র‌্যাম্বোকে প্রতিষ্ঠিত করতে চান। ২০০৮ সালের র‌্যাম্বোতে সিলেভেস্টার স্ট্যালোন অনেক বয়স্ক ছিলেন। ফলে এবার র‌্যাম্বো চরিত্রে অপেক্ষাকৃত তরুণ অভিনেতাকে নেওয়া হবে।
অবশ্য পুরো প্রকল্পটিই এখনও প্রাথমিক পর্যায়ে আছে। বিস্তারিত কিছুই জানানো হয়নি।

সূত্র: হলিউড রিপোর্টার।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান