X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প ভক্তদের রোষের মুখে মাইকেল মুর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০১৬, ১৭:০৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৭:১২

 

মাইকলে মুর মার্কিন নির্বাচনকে সামনে রেখে একটি তথ্যচিত্র বানিয়েছেন সাড়া জাগানো মার্কিন নির্মাতা মাইকেল মুর। নাম ‘ট্রাম্প ল্যান্ড’। তথ্যচিত্রটি নিয়ে বিকল্প সংবাদমাধ্যম ডেমোক্র্যাসি নাউ-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন মুর। সাক্ষাৎকারে ট্রাম্প-হিলারি এবং ওই তথ্যচিত্র নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

টুইন টাওয়ার হামলার পটভূমিতে ফারেনহাইট নাইন ইলেভেন নামের তথ্যচিত্র বানিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছিলেন মুর। এছাড়াও বোওলিং ফর কলম্বাইন, সিকোর মতো বিতর্কিত তথ্যচিত্রের নির্মাতা মাইকেল মুর। তিনি তার সর্বশেষ কাজ ট্রাম্পল্যান্ড মুক্তির আগে তা নিয়ে সব ধরনের গোপনীয়তা রক্ষায় সক্ষম হন।
ছবিটি মুক্তি পায় ১৮ অক্টোবর নিউ ইয়র্কের আইএফসি সেন্টারে। এই ছবিটির দৈর্ঘ ৭৩ মিনিট। এতে অস্কারজয়ী পরিচালক মাইকেল মুর দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রচারণার মঞ্চ ও বক্তৃতাগুলো তুলে ধরেন।
এতে ট্রাম্পের সমর্থকদেরও তুমুল সমালোচনা করেন মুর। তিনি বলেন, ‘কোন নারী হাইড্রোজেন বা অ্যাটম বোমা আবিষ্কার করেননি, মেয়েরা স্কুলে গিয়ে শিশুদের হত্যা করে না, ৫১ শতাংশ জনগোষ্ঠীর কাছে আমরা নিরাপদ।’
হিলারি ক্লিনটন সম্পর্কে মোহগ্রস্থ নন মুর। তবে তাকে নিয়ে মন্তব্য না করে মুর বলেন, ‘৮ নভেম্বর আমি যাকে ভোট দেবো তিনি আমার শত্রুর শত্রু।’

তথ্যচিত্রটির এক প্রদর্শনী শেষে তিনি বলেন, ‘দর্শকরা যদি ছবিটিকে কেবল একটি হাস্যরসাত্মক তথ্যচিত্র মনে করেন ও এ বিষয়ে আরও গভীরভাবে ভাবার প্রয়োজনীয়তা অনুভব না করেন, তাহলে আমি বলবো, এই প্রদর্শনী এখনও শেষ হয়নি।’

উল্লেখ্য, ফারেনহাইট নাইন ইলেভেন নামের তথ্যচিত্র বানিয়ে সাড়া জাগানো এই পরিচালক হিলারিকেও পছন্দ করেন না। তা সত্ত্বেও ট্রাম্পকে ঠেকাতে এবং দেশের শীর্ষ পদে প্রথমবারের মতো একজন নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হিলারিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাক্ষাৎকারে নিজ দেশের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচক মুর বলেন, ‘ট্রাম্পকে ভোট দেওয়া অনেকটা ব্রেক্সিটের মতো। তাকে ভোট দেওয়ার অর্থ সন্ত্রাসবাদকে আইনি সমর্থন দেওয়া।’

মুর মনে করেন, কর্মজীবী শ্বেতাঙ্গ ভোটাররা ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন, কিন্তু তাদের যে ক্ষোভ ভোটের দিন প্রশমিত হবে তা দেশকে পথে আনার জন্য সঠিক পদ্ধতি নয়। তিনি বলেন, ‘আমি এমন অনেককে দেখেছি যারা ট্রাম্পকে ভোট দেবেন। তারা বিক্ষুব্ধ এবং তাদের এই ক্ষোভের যৌক্তিক কারণ রয়েছে। কারণ তারা চাকরি চান এবং তারা চাকরি হারিয়েছেন। এখন তারা চাকরি পেলেও অনেক কম বেতনে কাজ করতে হবে তাদের। ফলে তারা সিস্টেমের ওপর ক্ষুব্ধ।’

/ইউআর/বিএ//আপ-এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া