X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দীপ্ত টিভির ‌‘অপারেশন জ্যাকপট’

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ১৬:১২আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৩:০৬


বুধবার দীপ্ত টিভির সংবাদ সম্মেলন। ছবি সাজ্জাদ হোসেন মহান একাত্তরের মুক্তিযুদ্ধে নৌ বাহিনীর বেশ কয়েকটি কমান্ডো অপারেশন নিয়ে তৈরি করা হয়েছে তথ্যচিত্র ‘অপারেশন জ্যাকপট’। এটি নির্মাণ করা হয়েছে দীপ্ত টিভির প্রযোজনায়। টেলিভিশনটি আগামী বিজয় দিবসে এটি প্রচার করবে।

তথ্যচিত্রটির পরিচালক ব্রাত্য আমিন জানালেন, প্রাথমিকভাবে এটির নাম ‘অপারেশন জ্যাকপট’ রাখা হলেও প্রচারের আগে এটি পরিবর্তন হতে পারে।

এদিকে চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফী আহমদ বললেন, ‘গত বছরেও আমরা বিজয় দিবসে মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র নির্মাণ করেছিলাম। এরই ধারাবাহিকতায় এবার নৌ বাহিনীর বীরত্বপূর্ণ কমান্ডো অপারেশন নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্রটি। দুই বছর ধরে এটির কাজ করা হয়েছে। শিগগিরই আমরা পুরো কাজের সমাপ্তি টানব। এছাড়া আমাদের আরও দুটি নতুন দীর্ঘ ধারাবাহিক প্রচারে আসবে।’

মূলত টেলিভিশনটির এক বছরপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন তারা। ১৮ নভেম্বর এ চ্যানেলটি দুই বছরে পা রাখছে। বুধবার দুপুরে দীপ্ত টিভির কার্যালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চ্যানেলটির পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফী আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে তারা গত এক বছরের চ্যানেলটির সাফল্য ও দর্শকদের নানা অভিমত তুলে ধরেন।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা