X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাপ্পার আন্তর্জাতিক অ্যালবাম ‘বাপ্পা’

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ১৪:৫১আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৬:২৪

বাপ্পা মজুমদার। ছবি: সাজ্জাদ হোসেন। প্রায় ২০ বছরের সংগীত ক্যারিয়ারে ব্যান্ড দলছুটের বাইরে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন ১১টি একক অ্যালবাম। গানের কথা-সুরের পাশাপাশি যার অ্যালবামের নাম নির্বাচনেও রয়েছে আলাদা মাধুর্য।

যেমন ‘তখন ভোরবেলা’, ‘কোথাও কেউ নেই’, ‘রাতের ট্রেন’, ‘ধুলো পড়া চিঠি’, ‘ক’দিন পরেই ছুটি’, ‘দিন বাড়ি যায়’, ‘বেঁচে থাক সবুজ’, ‘জানিনা কোন মন্তরে’, ‘বোকা ঘুড়ি’ প্রভৃতি।
তবে এবার সেই ধারায় খানিক পরিবর্তন এনেছেন। স্বনামে (সেল্ফ টাইটেল) অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। তার ১২তম অ্যালবামের নাম চূড়ান্ত করেছেন ‘বাপ্পা’।
কেন?
বাপ্পা মজুমদার বলেন, ‘প্রথমত সেল্ফ টাইটেল অ্যালবাম পৃথিবীর অসংখ্য শিল্পী করেছেন। করছেন এখনও। সে হিসেবে কেন জানি আমার করা হয়নি। হতে পারে নিজের নামের চেয়ে অ্যালবামের নতুন নামকরণেই আমার মুগ্ধতা বেশি ছিলো। তবে এবার সেটা করছি একটু অন্য ভাবনা থেকে।’
বিস্ময় নিয়ে ফের প্রশ্ন- কেন!

জবাবে বললেন, ‘এটা আমার প্রথম কোনও অ্যালবাম, যেটি গোটা বিশ্বের সংগীত বাজারে একসঙ্গে প্রকাশ পাচ্ছে সনি ডিএডিসি’র ব্যানারে। প্রথম আন্তর্জাতিক অ্যালবাম বলেই নামটি স্বনামে রেখেছি। যেন অ্যালবাম ও শিল্পীর নামের বিষয়ে কনফিউশন না তৈরি হয়।’
বাপ্পা মজুমদার। ছবি: সাজ্জাদ হোসেন। ‘বাপ্পা’ শিরোনামের এই অ্যালবামটিতে থাকছে মোট চারটি গান। তিনটি লিখেছেন শাহান কবন্ধ এবং অন্যটি লোকগান। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই।
২১ নভেম্বর অ্যালবামটি আন্তর্জাতিক বাজারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!