X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ফোক ফেস্ট-২০১৬

ফলাফল কুদ্দুস বয়াতির ক্ষোভ আর দর্শক হতাশা

সুধাময় সরকার
১৩ নভেম্বর ২০১৬, ১৫:২২আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১২:৫৫

ফোক ফেস্টের সমাপনী সন্ধ্যার শুরুতে আয়োজক-অতিথিরা শনিবার (১২ নভেম্বর) মধ্যরাতে শেষ হলো তিন দিনের ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট-২০১৬’। ফলাফল দাঁড়িয়েছে- দেশের অন্যতম লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির ক্ষোভ আর দর্শক হতাশা।

আসরের প্রথম দু'দিন মন্দের ভালো জমলেও শেষ দিনে এসে এবারের আসর প্রশ্নবিদ্ধ হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে। স্টেডিয়ামের গ্যালারি বেয়ে এসেছে দুয়োধ্বনিও! এবার চমকহীন-ভুল শিল্পী বাছাই এবং বাংলাদেশি লোকশিল্পীদের অবহেলার বিষয়টি উঠে এসেছে ঘুরেফিরে; অন্তর্জালে এবং মাঠে আগত শ্রোতাদের মুখ থেকে। যা চূড়ান্ত রূপ নিয়েছে গেল রাত সমাপণী অনুষ্ঠানে ভারতের নুরান সিস্টার্স’র ‘কাওয়ালি’ (ফোক মঞ্চে মনমুগ্ধকর কাউয়ালি!) পরিবেশনা, দেশের সংগীতদল তাপস অ্যান্ড ফ্রেন্ডসের ‌‘ভুয়া’ তকমা পাওয়া (গানের চেয়ে অতিকথন) পারফর্মেন্স এবং একই দলের হয়ে তিন মিনিটের জন্য মঞ্চে সুযোগ পাওয়া কুদ্দুস বয়াতীর আবেগঘন ক্ষোভ প্রকাশ।

বারী সিদ্দিকীর পরিবেশনা তবে এর আগে বলে নিতে হবে দেশের বরেণ্য শিল্পী বারী সিদ্দিকীর কণ্ঠ-বাঁশিতে অসাধারণ পরিবেশনার কথা। প্রথম ও দ্বিতীয় দিনের মমতাজ ও কৈলাশ খেরের অনন্য পরিবেশনার ধারবাহিকতাই বলা যায় বারী সিদ্দিকীর উপস্থিতি। কণ্ঠে কাওয়ালি গান হলেও শেষ রাতে নুরান সিস্টার্স’ও পেয়েছে হাততালি। তবে এ পর্যন্তই যেন ফোক ফেস্ট থেকে প্রাপ্তি। কারণ এরপরই দশর্কদের অন্যভাবে দেখা গেল।

তখন মঞ্চে তাপস অ্যান্ড ফ্রেন্ডস। ফ্রেন্ডস বলতে দেশ এবং বিদেশের নামকরা বেশ ক’জন মিউজিশিয়ান। দলের শুরুটা বেশ ছিল। মাঠে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে তাপস ধরলেন সৈয়দ আব্দুল হাদীর সেই বিখ্যাত গান- আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার...। জমে উঠলো। উপস্থিত দর্শকরা ধরেই নিলেন, বিদেশিদের ছাপিয়ে দেশের ছেলে তাপস বুঝি এবারের ফোক ফেস্টে আলাদা চিহ্ন রাখবেন। মেটাবেন দেশের অর্ণব কিংবা বিদেশ পাপনের ফোক-ফিউশন ঘাটতি।

নুরান সিস্টার্স না, তা আর হলো না। সবাইকে ভুল প্রমাণ করে তাপস গানের চেয়ে কথাই বললেন বেশি। উপস্থিত অনেক দর্শকের মতে যা হলো- লেজে গোবর! সুর-বেসুরের প্রসঙ্গ তখন আলোচনাতীত। বিস্তর কথার ফাঁকে ফাঁকে কয়্যার শিল্পীদের সহযোগিতায় কয়েকটি গান গাইলেন তাপস। মাঝে মঞ্চে ডাকলেন তরুণ কণ্ঠশিল্পী ঐশীকে। তিনিও ফোক বাদ দিয়ে একটা সুফি ঘরানার গান উপহার দিলেন সবাইকে! এরপর চিশতী বাউলকে এনেও তথৈবচ অবস্থা। পুরো মাঠ থেকে একটা সময় সমস্বরে উচ্চারিত হতে থাকলো ‘ভুয়া... ভুয়া...’ ।

শনিবার রাত ১২টা বাজার দুই মিনিট বাকি তখন। তাপস অ্যান্ড ফ্রেন্ডসকে থামাতে এবং অন্যশিল্পীদের মঞ্চে ওঠাতে কিংবা আগত দর্শকদের ‘সান্ত্বনা’ দিতে হুট করে মঞ্চে চলে এলেন অনুষ্ঠান উপস্থাপিকা। তিনি তাপস অ্যান্ড ফ্রেন্ডসকে ধন্যবাদ দিয়ে- তাদের নির্ধারিত সময় শেষের কথা জানালেন। ঠিক তখনই তড়িঘড়ি করে তাপস তার শেষ পরিবেশনার জন্য মঞ্চে ডেকে তোলেন বাউল কুদ্দুস বয়াতিকে। দর্শকদের এই বলে থামান, এখন কুদ্দুস বয়াতি পরিবেশন করবেন তার বিখ্যাত গান ‘পাগলা ঘোড়া রে’।

দর্শকদের সঙ্গে কথা বলছেন তাপস

এবারের ফোক ফেস্টের সবচেয়ে বড় বোমাটা ফাটে তখনই। ফোক ফেস্টকে ঘিরে গেল তিন দিন ধরে অন্তর্জালে ভাসমান অসংখ্য প্রশ্ন-সমালোচনার দাবানলে যেন দক্ষিণা বাতাসের পর্যাপ্ত যোগান দিলেন দেশের অন্যতম এই লোকসংগীতশিল্পী।

সময় কম, মঞ্চ ছাড়তে হবে এখনই- তবুও তিনি গান শুরুর আগে হাসতে হাসতেই নিজের চিরাচরিত ভাষায় সবার উদ্দেশে বললেন, ‘আমি ধন্য হয়েছি আজকে। কারণ তাপস আমাকে তার দলে এবং তার ব্যান্ড সংগীতের সঙ্গে রাখছে। আমি জীবনে কোনওদিন ভাবছিলাম না- আমি এই বিদেশিরার সঙ্গে গান গাইয়াম।’

পেছনে দাঁড়ানো বিদেশি মিউজিশিয়ানদের দেখিয়ে এই অবহেলিত অথচ নন্দিত বাউল বললেন, ‘আমি যে বিদেশি ডাকলাম- হেরা কিন্তু বুঝছে না!’

তাপস অ্যান্ড ফ্রেন্ডস’র সঙ্গে ঐশী গান নয়, একজন কুদ্দুস বয়াতির এমন কথোপকথনে পুরো স্টেডিয়াম তখন মুহুর্মুহু করতালিতে টগবগ করে ফুটছিল। সবাই অপেক্ষায় তখন- তার কণ্ঠে ‘পাগলা ঘোড়া’ গানটি শোনার জন্য। অন্যদিকে পেছন থেকে মঞ্চ ছাড়ার জন্য আয়োজকদের তাড়াও রয়েছে। তাই মিউজিশিয়ানরা যখন তাপসের ইশারায় মিউজিক শুরু করে দিলো- তখনই কুদ্দুস বয়াতির দরাজ অভিমানী কণ্ঠ- ‘বাজাইয়ো না, বাজাইয়ো না। আমারে একটু কথা কইতে দ্যাও।’

এই বলে তিনি যা বললেন সেটি শুনে হয়তো ক্ষণিকের তরে পিনপতন নীরবতা নামে স্টেডিয়াম হয়ে মাছরাঙা টিভির সরাসরি লাইভ ধরে বিশ্বজোড়া বাংলা হৃদয়ে।

ভিডিওতে দেখুন কুদ্দুস বয়াতির ক্ষোভ:

বয়াতি বলেন, ‘আমি এই বাংলাদেশের লোকসংগীত জগতের গ্রাম বাংলার গান তুলে ধরেছি বিশ্বের দরবারে। এত বড় একটা অনুষ্ঠান আজকে। প্রত্যেক বছরে এরকম অনুষ্ঠান হয়, আমি কুদ্দুস বয়াতী নাকি লোকসংগীতের রাজা- অথচ আমি থাকতাম পারি না এইসব অনুষ্ঠানে। কেউ আমারে ডাকে না। তাই আমি ধন্যবাদ দিবো আজকে আমার তাপস ভাইয়ারে। যার কারণে আমি আজ এত বড় মঞ্চে আপনাদের সামনে উঠতে পারছি।’
এই বলেই বয়াতি শুরু করেন গান। ধরেন ‘আমার পাগলা ঘোড়ারে...’। থামেন। ফের বলেন- ‘আমার পাগলা ঘোড়া না। এইটা এখন সবার পাগলা ঘোড়া। চলেন গাই।’

গানের আগে হাসি মুখে ক্ষোভ প্রকাশ করছেন কুদ্দুস বয়াতি

না, গানটি পুরো গাইতে হলো না কুদ্দুস বয়াতিকে। কারণ, পেছনে সবুজ ঘরে অপেক্ষা করছেন আরও আন্তর্জাতিক শিল্পীরা। তাদের সময় বেশ গুরুত্বপূর্ণ। তাই লোকাল কুদ্দুস বয়াতিকে নামতে হলো গানের মাঝপথেই।

তবে এরপর আর সেভাবে জেগে উঠতে পারেনি দর্শকদের উচ্ছ্বাস। শেষে সুশীলা র‌্যামন ও পবন দাস বাউল তাদের মতো গাইলেও দর্শকদের রেশ যেন বাধ সেধেছিল তাপস ও তার বন্ধুরা কিংবা কুদ্দুস বয়াতির অভিমান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে ঢাকা আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৬’। এতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, স্পেন, কানাডার শিল্পীরাও। এ উৎসবের আয়োজন করছে সান ইভেন্টস।

আসরের শেষ শিল্পী পবন দাস বাউল ছবি: সাজ্জাদ হোসেন

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!