X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চিরকুটে ভাঙন!

ওয়ালিউল মুক্তা
১৬ নভেম্বর ২০১৬, ১৬:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ২১:৪৩

চিরকুট ব্যান্ড। এটা ছিল সর্বশেষ লাইন আপ। ডান থেকে দ্বিতীয় পিন্টু ব্যান্ড চিরকুটের অন্যতম সদস্য পিন্টু ঘোষ। দলের গায়ক, বেহালা-পারকেশন বাদনসহ বেশ কিছু কাজে তাকে দেখা গেছে। এছাড়াও তার শাস্ত্রীয় ঘারনার গায়কির জন্য তিনি বেশ প্রশংসিত। বুধবার দুপুরে তাকে নিয়ে চিরকুট তাদের পেজ থেকে একটি নোটিশ দিয়েছে।
পিন্টু ঘোষ তার ভাষ্যটা এমন, ‘পিন্টু ভাই আমাদের সঙ্গে আর কাজ করছেন না। উনি একক ক্যারিয়ার গড়তে চান। পারষ্পারিক আলোচনার মাধ্যমে আমরা তাতে শ্রদ্ধার সঙ্গে সম্মতি দিয়েছি। আমরা বিশ্বাস করি, এটাই শেষ না। চিরকুটে ফেরার পথ উনার জন্য সব সময় খোলা থাকবে। তিনি অসাধারণ একজন প্রতিভা। আমরা তার সর্বাত্মক সাফল্য কামনা করি এবং আমরা অবশ্যই তাকে মিস করবো।’
বিষয়টি নিয়ে কথা হয় পিন্টুর সঙ্গে। তিনিও জানালেন সাম্প্রতিক আলোচিত এ ব্যান্ডে আর তাকে পাওয়া যাবে না। তবে একক ক্যারিয়ার নয়, বেশ কিছু কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন।
পিন্টু বলেন, ‘অবশ্যই আমি গানে ফিরব। তবে একক না অন্য কোনও ফর্মে, তা এখনই বলা যাচ্ছে না।’
দল থেকে বের হয়ে যাওয়ার মূল কারণটা কী- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসলে আমার আর মন টিকছিল না।’
এটা কি গান নিয়ে কোনও দূরত্ব? ‘শুধু গান নিয়ে নয়, অন্য বিষয় ছিল। এত কথা তো ফোনে বলা সম্ভব নয়। মূল কথা হলো, যা হচ্ছিল আমার আর ভালো লাগছিল না’- বললেন পিন্টু।
২০০২ সালে চিরকুট ব্যান্ডের জন্ম। মূলত তাদের পথচলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। জন্মের আট বছর পর ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা' হয়। এরপর বিদেশে বেশ কিছু আলোচিত কাজ করেছে এ দলটি।
দলের প্রতিষ্ঠাকালীন সদস্য: সুমি (কণ্ঠ), পিন্টু (কণ্ঠ, গিটার, বেহালা), পাভেল (ড্রামস) ও ইমন (লিড গিটার)।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…